ডেক্সঃ আব্দুল মুহিত
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আট দফা দাবি আদায়ের আন্দোলনের স্বাভাবিক প্রক্রিয়ায় ঢাকা ATI প্রশাসন কর্তৃক সরাসরি হস্তক্ষেপ করায় বাংলাদেশের কৃষি ইন্সটিটিউটের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউট খাদিম নগর সিলেট আজ ১২/০৪/২০২৫ইং শনিবার বিকাল ৪ঘটিকার সময় প্রতিষ্ঠান থেকে প্রতিবাদ মিছিল বের করে। সিলেটের অন্যতম আরেকটি প্রতিষ্ঠান তৈয়ব আলী কৃষি ইন্সটিটিউট জৈন্তাপুর সহ দেশের সকল এটিআই তিব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ মিসিল করে।সন্ধায় সিলেট ATI এর সকল শিক্ষার্থী তাদের আট দফা আট দাবি বাস্তবায়নের জন্য ক্যাম্পাসে মশাল মিছিল করে।
ডিপ্লোমা কৃষিবিদ দের এটি আন্দোলন নতুন নয়।২০০৮ সাল থেকে এই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
বিগত দিনের সকল আন্দোলনে তাদের দাবিগুলো মেনে নেওয়ার কথা বললেও কর্তৃপক্ষ মেনে নেয় নি।
এবারের আন্দোলনে তাদের দাবিগুলো মেনে নিয়ে লিখিত প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত এই আট দফা আট দাবির আন্দোলন চলমান তাকবে বলে জানায় তারা।
ছাত্ররা শারীরিক ভাবে অসুস্থ হলেও তাদের দাবি আদায়ে শারীরিক ক্লান্তি কে পিছে ফেলে আন্দোলনে অবস্থান করছে।
বর্তমান শিক্ষার্থীদের সাথে প্রাক্তন শিক্ষার্থীরাও আন্দোলন যোগ দিচ্ছে। নিচের আট দফা আট দাবি আদায় করার লক্ষ্যে
শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবিগুলো হল— ১. পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কৃষিবিদদের ভর্তির সুযোগ সৃষ্টি, ২. উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ. ৩. শিক্ষক সংকট দূর করে কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন, ৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে নেয়া, ৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক পদে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার, ৬. বেসরকারি খাতে ন্যূনতম দশম গ্রেডের বেতন নিশ্চিতকরণ,৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা চালু করা ও ৮. উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক ফাউন্ডেশন ট্রেনিং।
আজকের মশাল মিছিলের সময় All News Bangladesh ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবং ছাত্রদের ব্যক্তিগত ফেসবুক পেজে বিষয়টি ছড়িয়ে দেয়।
সিলেট সহ দেশের সকল এটিআই তাদের আট দফা আট দাবি কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার বদ্ধ।
।কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন এক জরুরি সিদ্ধান্ত মেতাবেক আগামী কাল ১৩/০৪/২০২৫ইং ঢাকা কেন্দ্রীক কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের এই অস্তিত্বের লড়াইয়ে আন্দোলন রত সকল শিক্ষার্থী নিজ নিজ ATI টু ঢাকা খামারবাড়ি লং মার্চের ডাকে সাড়া দেওয়ার আহবান জানায়।
এই আহবানে সাড়া দিয়ে দেশের সকল ATI কর্মসূচিতে অবস্থান নেবে বলে অনেকেই বিবৃতি প্রদান করে।