প্রতিনিধিঃ সামাউন আলী, সিংড়া, নাটোর।
নাটোরের সিংড়া মডেল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাবের ভোটারদের প্রত্যক্ষ ভোট গ্রহন শেষে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম ও দৈনিক কালবেলা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি পরিতোষ অধিকারীর উপস্থিতে নব- নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট বাকী বিল্লাহ রশিদী।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩য় বারের মত নির্বাচিত হন দৈনিক ইত্তেফাক ও করতোয়ার উপজেলা প্রতিনিধি এসএম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন গ্লোবাল টিভির সিংড়া প্রতিনিধি জুলহাজ কায়েম।
নির্বাচিত অন্যন্যোরা হলেন, সহ- সভাপতি সুজিত সাহা ( বিবিসি একাত্তর) ও লিটন আহমেদ
( সকালের সময়) যুগ্ন-সাধারণ সম্পাদক রনজু আহমেদ ( দৈনিক আজকালের খবর) ও মোঃ রবিন খান ( দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক শুভ সরকার ( দৈনিক সংবাদ) অর্থ সম্পাদক ফজলে রাব্বি ( দৈনিক বিজনেস বাংলাদেশ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক, মোঃ সামাউন আলী (দৈনিক আলেকিত সকাল) দপ্তর সম্পাদক, মাসুদ রানা (দৈনিক ঘোষনা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন ( রুপালী দেশ), প্রচার ও প্রকাশনা মোতালেব হোসেন ( দৈনিক মুক্তখবর), পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহিম হোসেন ( বিডি রিপোর্ট), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফারুক হোসেন ( দৈনিক ভোরের চেতনা) নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আরিফ ( সংবাদ কনিকা), সারোয়ার হোসেন ( এশিয়ান টিভি), মোস্তাফিজুর রহমান ( প্রত্যাশা প্রতিদিন) ।
এসময় আরো উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার’সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।