1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

সাভারে সাংবাদিক, লেখক ও স্বেচ্ছাসেবী সম্মেলনে সুধী সমাবেশ, সম্মাননা প্রদান!

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত

 

রাজধানীর সাভার বলিয়ারপুরে শুক্রবার সাংবাদিক, লেখক এবং স্বেচ্ছাসেবী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি জনাব মোঃ আবুল খায়ের এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ শের আলী। সম্মেলনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন লেখক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অনুষ্ঠানের সম্পাদক শেখ রায়হান চৌধুরী, সহ সম্পাদক আল-আমিন হোসেন, এবং বার্তা সম্পাদক ইমান আলী।

 

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “দেশের কল্যাণে সংবাদমাধ্যম, সাহিত্য এবং স্বেচ্ছাসেবীর ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকতা এবং সাহিত্য সমাজের দর্পণ। দেশের সঠিক তথ্য এবং বাস্তব চিত্র তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সাংবাদিকদের সততা এবং সাহসিকতার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসেন মাহাদী বলেন, “সাংবাদিকতা এবং সাহিত্যিকদের আরও প্রগতিশীল এবং সজাগ হতে হবে। আমাদের সমাজের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।” বার্তা বিভাগীয় সম্পাদক ইমান আলী বলেন,

“সম্মানিত অতিথি ও সাংবাদিক বন্ধুরা, আজকের এই সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বার্তা বিভাগীয় সম্পাদক হিসেবে আমি আমাদের টিমের পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনে অঙ্গীকারাবদ্ধ। আমরা বরাবরই সমাজের প্রয়োজনীয় তথ্য নির্ভরযোগ্যভাবে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

 

তবে সংবাদ মাধ্যমের একটি বিশেষ দায়িত্ব রয়েছে যা শুধুমাত্র সংবাদ প্রচারেই সীমাবদ্ধ নয়। আমাদের প্রতিটি সংবাদের মাধ্যমে সত্য ও মানবিকতা প্রতিষ্ঠার সুযোগ থাকে। সাংবাদিকতার এ পথচলায় নিরপেক্ষতা বজায় রাখা যেমন জরুরি, তেমনই সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়টি ভুলে গেলে চলবে না। আমাদের প্রতিটি শব্দ, প্রতিটি সংবাদ এই সমাজের প্রভাব ফেলে, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করে।

 

আমাদের আশা, আজকের আলোচনা নতুন দিক নির্দেশনা এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার উপায় বের করতে সাহায্য করবে। আসুন, আমরা সবাই মিলে এমন একটি সংবাদ মাধ্যম গড়ে তুলি যা কেবল তথ্য নয়, মানবিকতার প্রতিচ্ছবিও বহন করবে। সম্পাদক প্রকাশক শেখ রায়হান চৌধুরী বলেন, আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের সাথে নিয়েই তিল তিল করে গড়ে উঠেছে শুরু থেকে আজ অবধি আমরা সততার সহিত কাজ করে আসছি এবং এ পেশায় আপনাদের অবদান আমাকে অনেক আনন্দ দেয়। এসব কিছুর ধারাবাহিকতাকে সামনে রেখে আপনাদের কাছে আশা করি, অতিতেও কোন কপি নিউজ দেননি ভবিষ্যতেও কোন ধরনের কপি নিউজ দিবেন না। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, আমার বক্তব্য এখানেই শেষ করছি।

 

সর্বশেষ প্রধান অতিথির বক্তব্য দানকালে বলেন, আমি শুরুতেই আনন্দিত এবং এই অনুষ্ঠানের আয়োজন আমাকে অনেক আনন্দ দিচ্ছে কারণ হলো এই যুবক বয়সে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তুলে নিয়ে সফল ভাবে চলা অনেকটা কঠিন হয়ে পড়ে, এই কঠিন মুহূর্তকে সামনে রেখে ই সততার আদর্শকে ধারণ করে এক ঝাঁক যুবক যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে , আমি সেই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি আমি চাই তিল তিল করে গড়ে ওঠা, এই প্রতিষ্ঠানটি একদিন আরো বড় হবে এবং বড় হোক এটাই আমার কামনা। আজকের এই প্রতিষ্ঠানের জন্য এবং মহৎ এই উদ্যোক্তাদের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোবায়ের হক, রিফাত ,আলী আকবর সুমন, খালিদ হাসান নিশাত, কাউসার হোসেন, এরশাদুল ইসলাম হৃদয়, নূর হোসেন, জামাল হোসেন প্রমুখ। বিশেষ করে স্বেচ্ছাসেবায় অবদানের জন্য অলিউল্লাহ খানকে সম্মাননা প্রদান করা হয়।

সাধারণ জনগণের কল্যাণে নিবেদিতভাবে কাজ করতে উৎসাহিত করে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park