বুক পেতেছে গুলির মুখে
আবু সাঈদ বীর,
চারটি গুলি বুকে নিয়েও
হয়নি নতো শীর!
বৈষম্য সব দূর হয়ে যাক
দিলো সাঈদ ডাক,
মুগ্ধ ডাকে লাগবে পানি
স্বৈর নিপাত যাক।
রক্ত খুনের নেকড়ে নেশায়
শতো শহীদ প্রাণ,
রক্তো খুনে লাল পতাকা
বিজয় মাখা ঘ্রাণ!
কার্ফু ভেঙে রাজ পথে আজ
বীরযোদ্ধাদের ভীড়
ভেঙে গেলো স্বৈরাচারীরর
খুন পিপাসার নীড়।
বাক স্বাধীনতা স্বাধীন আজ
পাঁচই অগাস্ট দিন,
পালিয়ে গেলো স্বৈরারানী
বাজে মুক্তির বীণ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com