কিছু কিছু সম্পর্কের কোন নাম হয় না , হঠাত করে আমরা সম্পর্কে জড়িয়ে যাই কখনো ভেবে দেখি না এই সম্পর্কের নামটা দেওয়া যায় কি? কখনো ভেবে অথবা মস্তিষ্কের জ্বালাতনে এমন নাম না জানা সম্পর্কগুলোকে আমরা বেশ আপন করে তুলি….
নিয়ম করে প্রতিদিন কথা বলা সময় দেওয়া আর অজানা কিছু জানার চেষ্টা করা, মাঝে মাঝে মনে হয় অনেক কিছু না চাইতেও সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়ে যাওয়া কোন ছোট উপহার এইটা,তবে নক্ষত্রের পতনের মতো আমাদের সেই সম্পর্কগুলোও একদিন নষ্ট হয়ে যায়। যোগাযোগ ফুরিয়ে যায়, কেউ সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর কেউ জীবনের গল্প খোঁজতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে….
বন্ধু বা বন্ধুত্ব জিনিসটাও ঠিক এমনি। এইটা এমন এক সম্পর্ক যার কোন নাম দেওয়া যায় না, আপনি চাইলে আপনার স্কুল জীবন কিংবা ব্যাচেলর জীবনে অনেক আড্ডা আর আনন্দে মাততে পারেন, কিন্তু একটা সময় আর আবেগ কাজ করে না । দেখবেন কেউ আর আগের মতো নেই, কোন আড্ডা নেই সময়টাও এইভাবে চলে যাচ্ছে অথচ আপনার কোন সময় নেই আড্ডার…..! আপনার যে বন্ধুটা আছে যার সাথে আপনার সবচেয়ে বেশি ভাব ছিলো, একদিন তার সাথে আর কোন কথা হবে না , একদম না! কখনো দেখা নাও হতে পারে, এইসব ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে, তবে কি জানেন তো অপরিপূর্ণতাই এই জীবনেরই অংশ…..! চাইলে সব কিছু পাওয়া হয়ে উঠে না সবকিছু কখনো চিরস্থায়ী নয়..প্রকৃতি তো চলে তার আপন নিয়মে !