কিছু কিছু পরিচিত মানুষের নামের পাশে সবুজ বাতি জ্বললেও এখন আর তাদের তেমন টেক্সট করতে মন চায় না, কথা হয় না কিংবা কথা বলার আগ্রহটা ও কেমন হারিয়ে যাচ্ছে দিন দিন! অথচ একটা সময় আবেগে কতো’ই না সময় নষ্ট করেছি সেই সব মানুষের সাথে আর এখন সবাই নিজের নিয়মে….
অতিরিক্ত কথাবার্তায় হঠাতে কেমন যেন সবাই হারিয়ে যায় বন্ধু, আত্মীয় কিংবা প্রিয় মানুষরা। অনলাইনে থাকে অথচ কথা আর বলা হয়ে উঠে না, কতো মানুষ ছিলো সবাই তো একটা একটা করে হারিয়ে গেল! বাস্তবত এই ইন্টারনেটের দুনিয়ায় অমরা কাছে আসার বদলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি….! মেয়েদের তো অনেকেই বিয়ের পর স্বামীর সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছে আবার ছেলেদের অনেকে পড়াশোনা শেষ করে ক্যারিয়ার নিয়ে চিন্তিত আবার কেউ ক্যারিয়ার গড়ে সংসার নিয়ে চিন্তিত…হারিয়ে যাচ্ছে সবাই বাড়াচ্ছে হারানোর তালিকায়….
তাই তো মাঝে মাঝে নিজের চ্যাট লিস্ট দেখলে আফসোস হয়! আহারে দুনিয়া কত আবেগে ভরপুর ছিলো সব, কতো দুষ্টুমি আর আনন্দের মাঝে আজ অনেকে হারিয়ে গেছে, সবাই আজ নিজেকে নিয়ে ব্যস্ত! যে যার নিয়মে আছে অন্যরকম হয়ে, সবাই আজ সুখের নেশায় ব্যস্ত এই দুনিয়াতে। দিনশেষে সবাই ভালো থাকতে চায়। সময় ও ঠিকই আমাদের সেই পরিস্থিতির কথা বুঝিয়ে দেয় বারবার
সময় এবং মানুষ — আকাশ দাশ সৈকত