সফলতা দূরে নয়!
আকাশ দাশ সৈকত
পেলে আসা সময়গুলোর প্রতি আমি এক আকাশ সমান ক্ষমাপ্রার্থী কারণ আমি সেই সময়গুলোকে সঠিক মূল্যায়ন করতে পারিনি,! প্রতিনিয়ত আমি মানুষের কথা ভেবে গেছি, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়ে দিব্যিই সময় কাটিয়ে গেছি। কতো সময় নষ্ট করেছি অযথা ফেজবুক আর ম্যাসেঞ্জারে,! বিনিময়ে দিনশেষে একরাশ অভিমান, ঘৃণা আর সমলোচনাকে সঙ্গী করে বাড়ি ফিরেছিলাম!
তবে জীবনে বিশ তম বসন্তে এসে আমি সত্যিই বুঝে গেছি, এই জীবন শুধু স্বার্থকের যাকে যত দিবে সেই ততো খুশি বিনিময়ে তো কিছু পাবে না,! তাইতো এখন সমস্ত কিছুকে পিছনে পেলে দিয়ে আমি দিব্যিই ঘুরে বেড়াই সফলতার মায়াজালে,! সফল আর সফলতার জন্য পণ হোক আজ থেকে পরিবার, ফেজবুক, বন্ধু সবকিছুকে বিদায় বলে এগিয়ে যেতে হয় সামনের দিকে। মুখোমুখি লড়তে হয় ব্যর্থতার সাথে,!