1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

সত্যের দাম গুলির শব্দে মাপা হয়, দুই সৎ সাংবাদিক খুন, বাংলাদেশে ভয় আর নীরবতার রাজত্ব

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

মোঃ নূরনবী ইসলাম সুমন

 

বাংলাদেশের সাংবাদিকতা আবারও রক্তে ভেসে গেল।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আওয়াজ তোলা দুইজন সৎ, নির্ভীক সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তারা স্থানীয় এক প্রভাবশালী চক্রের অবৈধ কার্যকলাপ প্রকাশ করায় এই নৃশংস পরিণতি বরণ করলেন। তাদের রক্ত ঝরল ঠিক সেখানে, যেখানে মানুষের জন্য কলম ধরা হয়েছিল—মানুষের অধিকার রক্ষার জন্য।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র হামলাকারীরা পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। সাংবাদিকরা পালানোর চেষ্টা করলেও তাদের উপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। ঘটনাস্থল রক্তে লাল হয়ে যায়, অথচ আশেপাশের কেউ মুখ খুলতে সাহস পায়নি।

 

প্রাক্তন ইন্টার্ন সাংবাদিকের ক্ষোভ

 

প্রাক্তন ইন্টার্ন সাংবাদিক ও ক্ষুদে সাহিত্যিক মোঃ নূরনবী ইসলাম সুমন এই খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন। সাংবাদিকতা পেশায় তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল, সত্য বলা এই দেশে এক ধরনের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তিনি বলেন—

 

> “আমি এক মাস ইন্টার্নী করেও এই পেশা থেকে বিদায় নিয়েছিলাম, কারণ জানি—এখানে সত্য বলা মানে কফিন আগে থেকেই বুক করে রাখা।”

 

তার মতে, এখন মানুষের প্রাণ নেওয়ার দায়িত্ব ফেরেশতাদের একচেটিয়া নয়—

 

> “আজরাইলের দায়িত্ব এখন কিছু মানুষ নিজেরাই পালন করছে। হয়তো আজরাইল বলবেন— ‘আল্লাহ গো, তোমার বান্দারা তো আমার কাজই করে দিচ্ছে, এবার আমি একটু অবসর নেই!'”

 

 

নতুন প্রজন্মের জন্য এক কালো সতর্কবার্তা

সুমন আরও তীক্ষ্ণ ভাষায় সতর্ক করে দেন—

 

> “বাংলাদেশে সাংবাদিক হতে চাইলে আগে উইল লিখে রাখুন, কারণ এখানে কলমের কালির চেয়ে রক্তের দাম কম।”

> “যে দেশে সত্য বলা অপরাধ, সে দেশে চুপ থাকাই যেন একমাত্র বেঁচে থাকার কৌশল।”

 

তার মতে, এই হত্যাকাণ্ড শুধু দুইটি প্রাণ নেয়নি, বরং একটি প্রজন্মের ভেতর থেকে সত্য বলার সাহসও হত্যা করেছে—

 

> “লিখে রাখুন, বাংলার জমিনে আর কোনো ভালো সৎ সাংবাদিক জন্ম নেবে না, যদি এই হত্যাকারীদের বিচার না হয়।”

 

বাংলাদেশে দীর্ঘদিন ধরেই সাংবাদিকরা হুমকি, মিথ্যা মামলা, হামলা ও খুনের মুখোমুখি হচ্ছেন। দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কলম ধরলে তার জবাব গুলির শব্দে বা চাপা অন্ধকারে দেওয়া হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিচারহীনতার সংস্কৃতি, যা হত্যাকারীদের আরও বেপরোয়া করে তুলছে।

 

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি কেবল সাংবাদিক হত্যা নয়, বরং পুরো গণতন্ত্রের কণ্ঠ রুদ্ধ করার এক প্রকল্প। স্বাধীন সাংবাদিকতা যদি এভাবেই নিঃশেষ হয়, তবে সত্য একদিন কেবল কবিতার লাইন বা ইতিহাসের পাতায় বেঁচে থাকবে—বাস্তব জীবনে নয়।

 

সুমনের ভাষায়—

 

> “যে দেশে মানুষের হাতে মানুষ নিরাপদ নয়, সে দেশে কলমের নিরাপত্তা কেবলই কল্পকথা।”

এখন প্রশ্ন একটাই—এই দুই সাংবাদিকের রক্ত কি শুধুই ধুয়ে যাবে বৃষ্টির জলে, নাকি ন্যায়বিচারের শপথে ভিজবে এই মাটি?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park