মানুষ হলো শ্রেষ্ঠ জাতী
পাক কোরআনের বানী,
বলে দিছেন আল্লাহ তায়ালা
আমরা সবাই জানি।
সৎ কাজের করবে আদেশ
নিষেদ মন্দ কাজে,
মোদের নবী শ্রেষ্ঠ সবার
এই ধরনির মাঝে।
প্রতিনিধি মহান রবের
শেষ্ঠ নবীর উম্মত,
পালন করবে খোদার হুকুম
অস্বীকারের নেই হিম্মত।
মানলে সদা খোদার বিধান
আসবে সফলতা,
না মানিলে কোরআন-হাদীস
জীবন যাবে বৃথা।