সাফাত আহমেদ সাফি, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরে জন্ম নেওয়া তরুণ লেখক মোঃ রবিউল ইসলাম খান রবিন (রাশশাদ) অল্প বয়সেই সাহিত্য, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে পরিচিত করেছেন অনন্যভাবে। তিনি জন্মগ্রহণ করেন ২০০৬ সালের ২৮ আগস্ট, পিতা মোঃ শামীম খান ও মাতা মোছাঃ আনোয়ারা খাতুনের ঘরে।
রবিনের একক প্রকাশিত দুটি বই হলো “চা জগত” এবং “চা বাগিচা”। এছাড়া যৌথভাবে প্রকাশিত হয়েছে “১০০ কবির ১০০ কবিতা”, “অজানা প্রান্তর” এবং “ময়নাবুলি”। চা ও প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ রয়েছে; ইতিমধ্যে তিনি ঘুরে দেখেছেন ৪০টিরও বেশি চা বাগান।
শিক্ষাজীবনের শুরু কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিএএফ শাহীন কলেজে। সেখান থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষে তিনি ভর্তি হন শ্রীমঙ্গলের শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণী পাশ করে ভর্তি হন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে কৃষি ডিপ্লোমায় ভর্তি হন তিনি।
ছাত্রজীবনে রবিন ছিলেন একজন দক্ষ বিতার্কিক, আবৃত্তিকার ও উপস্থাপক। পাশাপাশি তিনি স্কাউট দলের সক্রিয় সদস্য ছিলেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। তিনি শাহ পরাণের জননী আইডিয়াল একাডেমীতে সহশিক্ষা কার্যক্রমের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক দিক থেকেও রবিন ক্রীড়া ও শিক্ষার অনুপ্রেরণা পেয়েছেন। তার ছোট চাচা মোঃ সাইফুল ইসলাম খান সাইফ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুর্ধ্ব-১৯ দলে গোলরক্ষক এবং বর্তমানে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের গোলরক্ষক। দাদা মরহুম আব্দুর রশিদ মাস্টার ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। একসময় তিনি বাংলাদেশ বন্ধু সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্বপ্নের ছোঁয়া বাংলাদেশ নামক সামাজিক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন।
অল্প বয়সে সাহিত্য, শিক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসা রবিন এখন অনেকের কাছেই এক অনুপ্রেরণার নাম।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com