ডেক্সঃ আবিদ হাসান, রামপাল, বাগেরহাট।।
বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীকলস মানবকল্যাণী ইম্প্যাক্ট প্লাস ক্লাবের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় শিশু-কিশোর, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি শ্রীকলস এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশগ্রহণকারীরা "শিক্ষা হোক প্রথম অগ্রাধিকার, বাল্য বিবাহ নয় কখনো আর"—এমন নানা স্লোগান দেন। পরে এক আলোচনা সভায় বক্তারা বাল্য বিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় শ্রীকলস মানবকল্যাণী ইম্প্যাক্ট প্লাস ক্লাবের নেতারা বলেন,"বাল্য বিবাহ শুধু একটি শিশুর ভবিষ্যৎ নষ্ট করে না, এটি পুরো সমাজের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।" স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ক্লাবের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই কার্যক্রমে সহযোগিতা করেছে পিএফএ ৫, রামপাল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com