আষাঢ় এলো, শ্রাবণ হাসে,
বৃষ্টি নামে ছন্দে বাসে।
নাচে আকাশ, গায় মেঘেরা,
ধুয়ে যায় সব ধূলি ঘেরা।
জল ঝরে মাঠে আর ঘাটে,
ফসল ফলে খুশির ঠাঁটে।
সবুজ ঘাসে মুগ্ধ ধরা,
পাতায় পাতায় হাসে ধরা।
সেগুন গাছে সাদা ফুলে
শোভা পায় সে নীরব কূলে।
গাছপালা সব ধুয়ে যায়,
নতুন পাতায় জীবন চায়।
বন্যা এলেও ভয় নেই যে,
বৃষ্টি এনে দেয় সজীব ছেয়ে।
গ্রীষ্ম, শরৎ, বর্ষা মিলে,
বৃষ্টি খেলে প্রতিদিনে।
তবু শ্রাবণ, আষাঢ় জোড়া,
বৃষ্টির খনি, প্রকৃতিরো সেরা।
এই বর্ষায় প্রাণের মেলা,
সবুজ পটে আঁকে খেলা।