সবুজের সমারোহে ঘেরা,
অপরূপ প্রকৃতি মোদের।
সুজলা-সুফলা,শস্য শ্যামলা,
প্রিয় মাতৃভূমি আমাদের।
এখানে আকাশ নীল,
পাহাড় ধূসর বাদামী।
নদী হেথা স্রোতস্বিনী,
সুমধুর তার কলকল ধ্বনি।
বনানী হেথা সবুজ বরণ,
গালিচা বিছানো দুর্বা ঘাস।
ঘুম ভাঙ্গে মোদের মোরগের ডাকে,
নিদ্রা যাই ঝিঁঝিঁ পোকার রবে।
ঝড়,বৃষ্টি,বাদলা দিনে,
টিকে না মন ঘরের কোণে।
ভাবে তখন মনটা আমার,
প্রিয়ার কথা ক্ষণে ক্ষণে।
উত্তরের ওই শীতল হাওয়া
কাঁপন ধরায় বক্ষ মাঝে।
বসন্তকালে ফুল ফাগুনে,
অপরূপ রূপে "প্রকৃতি" সাজে!
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com