শেষ যাত্রা
প্রীতম ভট্টাচার্য
আজ তোমাকে সাজানোর তোরজোর চলছে,
নতুন শাড়ি, আলতা কুমকুম সবি আনা হলো,
নিয়ে আশা হয়নি শুধু শাখা আর পলা।
পিতলের সিদুর দানি টা এখনো খোলা হয়নি।
তুমি স্নান শেষ করলে,
পরিত্র গঙ্গাজলে গোলাপজল মিশিয়ে,
সমস্ত শরীরে মাখলে এক আশ্চর্য সুগন্ধি,
রক্তচন্দন আর গোলাপের পাপড়ি পুড়িয়ে।
তুমি নিজেই শাড়ি পড়তে,
কিন্তু আজ তোমাকে শাড়ি পড়ালো বাড়ির মেয়েরা।
লাল পাড়ে সাদা শাড়ি, যা তুমি পূজাতে পড়তে,
দেবির মতোই আজ তোমাকে দেখতে লাগছে,
শুধু অভিমানে চোখ জোরা বন্ধ করে নিয়েছো।
তোমার পায়ে আলতা লাগানো হলো,
কপালে দেওয়া হলো কুমকুম ও চন্দনের ফোটা।
ললাটে দিলো শ্বেতচন্দন ও তিলকের ফোটা,
শুধু দেওয়া হলো না তোমার সিথিতে সিদুর।
গোধূলি লগ্নে পৌঁছালে তুমি শ্মশান,
ঘটিয়ে সকল প্রেমের অবসান।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com