প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
আঙ্গুলের চোটের কারণে মাঠে নামার আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেলেন লিটন কুমার দাশ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন না বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাশ। তবে পিএসএল খেলার আগেই দুঃসংবাদ এই ক্রিকেটারের জন্য। করাচি কিংসের সাথে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে শুরুর আগেই পিএসএল থেকে ছিটকে গেলেন এই তারকা ব্যাটার।
পিএসএল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে লিটন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আসলেই রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পাই। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে।’
এইদিকে লিটনের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বলেছেন, “শুনেছি লিটন আঙ্গুলে চোট পেয়েছেন। তবে চোট কতটা গুরুতর সেটা দেশে আসার পর বলতে পারবো”।
প্রসঙ্গত, গতকাল (১১ এপ্রিল) থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের সঙ্গে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। তবে রিশাদবিহীন ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে লাহোর।
লিটন-রিশাদ ছাড়াও বাংলাদেশ থেকে পিএসএল দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ শেষে পেশোয়ার জালমির সাথে যোগ দিবেন এই গতিময় পেসার।