রাজেক আলম
ইচ্ছাশক্তি আইডি নাম্বার- 0020220638
পুঁই শাকের লতা যেভাবে কঞ্চিতে আটকে যায় ঠিক সেভাবে তোর কাছে আটকে গিয়েছিলাম একদিন। তোকে দেখলে এখন ভয় হয়, ঘন্টার পর ঘন্টা কথা বলা গুলো মনে পড়ে সবসময়। তারপর তুই বললে, “তোর বিয়ে ঠিক হয়েছে।” পৃথিবীর এই প্রথম প্রেমিক আমরা কথা বলে কথা বলা বন্ধ করে দিলাম।তোকে দেখলে ভয় হয়, মনে পড়ে ফেলে আসা দিনগুলি মনে পড়বে মনে হয়।
এখন আর ক্লান্ত হই না, বিতর্কে অংশ নি’না মানুষ যদি লালকে বলে নীল, আমিও লালকে নীল বলি। চাইলে জোর করতে পারতাম, বলতে পারতাম বিয়ের পিড়িতে বসিস না। সময় আমাকে কিছুই শেখাতে পারেনি সুতরাং মানুষ আমাকে কী আর শিখাবে? আর তুমি এত সুস্বাদু যে তোমাকে খাওয়ার পর আমার আর কোনো কিছুতেই রুচি নেই। আমার অতীত নেই, ভবিষ্যত নেই, যৌবন নেই, সকাল বিকাল উঠোন বাতাস আকাশ কিছুই নেই।
এখন শুধু আমার মউত এর কথা মনে পড়ে। আমার মনে হয় আমি মইরা গেছি।আমি শুধু শুনতে পাইতেছি কিছু লোক বলাবলি করতেছে এই মুর্দারের কাফনের কাপড় কত মিটারের লাগবে? আমি শুনতে পাইতেছি আমার একজোড়া নতুন কামিজ এখনো পড়ে আছে।। আমি বুঝতে পাইতেছি আমার পছন্দের ডিজিটাল হাতঘড়িটি কেউ খুলে নিচ্ছে আমার বাম হাত থেকে।।হাজার লোকের ভিড়ে আমার মরা চোখ দুটি দিয়ে আমি শুধু তোমার চোখ দুটি দেখতে পাইতেছি। আমি দেখতে পাইতেছি তোমার চোখ দিয়ে পানি পড়ে না। আমি শুধু মনে মনে বলতেছি যে মানুষটি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে জীবন কাটার শপথ নিয়েছিল সেই মানুষটা আজ আমার মুর্দা লাশ দেখে কান্দে না কেনো? আর এমন অবস্থায় কবরে এসে দুই আল্লাহর ফেরেশতা মুনকার ও নাকির আমাকে সেওয়াল করছে
“মন রাব্বুকা”। তোমার রব কে?
তোমাকে ভাবতে ভাবতে আমি কবরে পৌঁছে গেছি অথচ কোন্ মৌলানা সাহেব আমার জানাযার নামাজ পড়াইছে খেয়াল করতে ভুলে গেছি।
আল্লাহর কসম বলছি ! আমার হাতঘড়িটা চুরি করে হলেও তুমি নিয়ে নিও । চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে তোমার একটা হাত কেটে দিও কিন্তু ঘড়িটা কাউকে দিও না। এখন শুধু আমার মউত এর কথা মনে পড়ে।। আমার মনে পরে জাহান্নামের কথা।। আমার মনে পড়ে জান্নাত।
পুঁই শাকের লতা যেভাবে কঞ্চিতে আটকে যায় ঠিক সেভাবে তোমার কাছে আটকে গিয়েছিলাম একদিন তাই আজকে কেবল তোমার চুলের দিকে তাকিয়ে থাকতে চাই যেভাবে মিসকিন মানুষেরা তাকিয়ে থাকে মানুষের চোখের দিকে দুটি রুটির আশায়।
তুই হাসতে থাক, তুই হাসলে আমিও হাসি,
শুভ বিবাহ আমার যৌবনের যুবতী।।