প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১:২৪ পূর্বাহ্ণ
শীতের সব্জিতে গ্রামের হাট- বাজার ভরপুর

প্রতিনিধিঃ মাহে আলম আখন
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃশীতের সবজিতে বাজার ভরপুর। শীত আসলেই বিভিন্ন রকমের সবজির সমাহার থাকে চোখে পড়ার মত। এসময় ফুলকপি, বাঁধাকপি, সীম, গোল আলু,মিষ্টি আলু,গোজ আলু,শসা,চাল কুমড়া,মিষ্টি কুমড়া,লাউ,বেগুন,টমেটোসহ নানা রকমের সব্জিতে ভড়পুর থাকে হাট- বাজার।
লালমোহন উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখাযায় শাক- সব্জির বেচা- কেনা চোখে পড়ার মত। আলুর বাজার দর একটু বেশী হলেও অন্য সব সব্জি বিক্রি হচ্ছে পানির দরে দেবীর চর বাজার ঘুরে দেখা যায়,নতুন গোল আলু বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা, মিষ্টি কুমড়া ২০-২৫ টাকা,সীম ৩০-৩৫ টাকা,বাঁধাকপি ৩৫-৪০ টাকা এবং ফুলকপি ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সব্জি ব্যবসায়ী বলেন,বাজার দর কম হলেও বেচা-কিনা অনেক ভাল। দাম কম থাকায় ক্রেতাগণ বিভিন্ন রকমের সব্জি কিনে নিয়ে যাচ্ছেন। এক ধরনের সব্জি কিনতে এসে তিন- চার রকমের সব্জি নিয়ে যাচ্ছেন। আমাদের সব্জিগুলো টাটকা, এজন্য ক্রেতারা আগ্রহের সাথে কিনে নেয়।গ্রামের হাট- বাজার গুলোতে সন্ধ্যার সময় কেনা-বেচার দৃশ্য চোখে পড়ার মত।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com
Copyright © 2025 ichchashakti. All rights reserved.