কুয়াশায় মোড়া স্নিগ্ধ সে ভোর,
শীতের আঁচলে ধরা সব ঘর।
তুষার জমে পথের বুক চিরে,
হিমেল বাতাস ছুটে যায় দূরে।
পাতায় পাতায় শিশিরের ঝলক,
কাঁপে গাছেরা দমকা ঝলসক।
সূর্যের হাসি তবু লাজুক বেশ,
শীতের দিনে নীরব সব দেশ।
হাত পা জমে, হাড় কাঁপে শীতে,
কম্বলে মুঠো বন্ধ হয় স্মৃতিতে।
চায়ের ধোঁয়া গোপন গল্প বয়,
রাতের বুকে শীতের ছোঁয়া রয়।
দুই দিনের এই হিমশীতল গান,
প্রকৃতির মনে আনে নতুন প্রাণ।
শীতের গল্পে জড়ানো সুখছোঁয়া,
প্রকৃতি গায় শান্তির মধুমেয়া।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com