রবীন্দ্র সাহিত্য পরিষদ এর……. তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ২০/১২/২০২৪ ইং রোজ শুক্রবার বিকাল ৪.০০টায় একটি মনোজ্ঞ আলোচনা সভা সহ অত্র পরিষদের উদ্যোগে মোঃ মোস্তফা চৌধুরীর সম্পাদনায় একটি যৌথ কাব্যগ্রন্থ “শিশিরে ভেজা ঘাস” এর মোড়ক উন্মোচন করা হবে। এ প্রেক্ষিতে প্রকাশিত কাব্যগ্রন্থের জন্য কবিতা আহবান করা হচ্ছে, যার নিয়মাবলী নিম্নে দেয়া হলো –
১. একজন লেখক ৩টি থেকে ১০টি কবিতা দিতে পারবেন।
২. কবিতা অবশ্যই সর্বোচ্চ ২৪ লাইনের মধ্যে হতে হবে।
৩. কোন রাজনৈতিক / ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তা কোনক্রমে গ্রহণযোগ্য নয়।
৪. কবিতা জমা দেয়ার শেষ তারিখ: ১০-১১-২০২৪ ইং (রাত ১২টা পর্যন্ত)। উক্ত তারিখের পর কোন কবিতা গ্রহণযোগ্য নয়।
৫. কবিতা নির্বাচনে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং শুধুমাত্র নির্বাচিত কবিতার কবিদের কবিতা বইয়ে প্রকাশ করা হবে।
৬. নির্বাচিত কবিতার তালিকা ১২-১২-২০২৪ইং তারিখে রবীন্দ্র সাহিত্য পরিষদ-এর ওয়ালে প্রকাশ করা হবে।
৭. নির্বাচিত কবিতার কবিদের ৪০ থেকে ৫০ শব্দের মধ্যে কবি পরিচিতি জমা দিতে হবে (কুরিয়ার ঠিকানা ও মোবাইল নম্বরসহ) সাথে এককপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৮. কবিতা নির্বাচিত হলে কবিকে ন্যূনতম ৩টি বই ক্রয় করতে হবে এবং প্রতিটি বইয়ের শুভেচ্ছা মূল্য ২০০/- + কুরিয়ার চার্জ বাবদ ৫০/-সহ মোট ৬৫০/- আগামী ১৫.১১.২৪২৪ইং তারিখের মধ্যে অগ্রিম পরিশোধ করতে হবে।
৯. ঢাকার নির্দিষ্ট একটি স্থানে বইয়ের মোড়ক উন্মোচন করা হবে যা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। অনুষ্ঠানের তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
১০. নির্বাচিত সকল কবিদের জন্য রবীন্দ্র সাহিত্য পরিষদ এর এক কপি প্রিন্টকৃত সনদপত্র প্রদান করা হবে।
১১. কবিতা 019 1879 2538 নম্বর হোয়াটসঅ্যাপে জমা দিতে হবে এবং বইয়ের শুভেচ্ছা মূল্য ও কুরিয়ার চার্জ 01918792538 নাম্বারে বিকাশের মাধ্যমে পাঠাতে হবে।
১২. বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবিদের নিকট বই বিতরণ করা হবে। যারা অনুপস্থিত থাকবেন তাদের বই অনুষ্ঠান শেষের সর্বোচ্ছ ১৫ দিনের মধ্যে স্ব স্ব ঠিকানায় কুরিয়ার যোগে প্রেরণ করা হবে।
প্রকাশনায়-
৩৪ বাংলাবাজার, ঢাকা-১১০০
মোবাইলঃ ০১৫১৬-৩৭৯০৬৪