ডেক্সঃ আসিফ মিয়া, শিবচর, মাদারীপুর
আজ সন্ধ্যায় শিবচর ৭১ চত্বরে এক বৃদ্ধ পিতা ও তার ছোট শিশুকে ঘুমন্ত অবস্থায় রাস্তার পাশে বসে থাকতে দেখা যায়। উক্ত ব্যক্তি নিজের পরিচয় দেন হারুন ঢালী, বাড়ি জাজিরা, শরীয়তপুর। তিনি জানান, সঙ্গে থাকা ঘুমন্ত শিশুটি তার নিজের সন্তান এবং শিশুটির মায়ের নাম হোসনেআরা।
ঘটনাস্থলে উপস্থিত মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে শিশুটির সুরক্ষা নিয়ে। স্থানীয়রা জানান, ব্যক্তি মানসিকভাবে কিছুটা অসংলগ্ন আচরণ করছিলেন এবং শিশুটিকে নিয়ে শঙ্কিত চিত্র ফুটে ওঠে। এ বিষয়ে জাজিরা এলাকার কেউ যদি হারুন ঢালী নামের ব্যক্তিকে চিনে থাকেন বা শিশুটির বিষয়ে কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে শিবচর স্থানীয় প্রশাসন বা পুলিশের সাথে দ্রুত যোগাযোগ করুন।
👶 একটি শিশুর নিরাপত্তা আজ আমাদের সকলের দায়িত্ব।
সংবাদের উদ্দেশ্য:
শিশুটির পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনে তাকে নিরাপদ আশ্রয় ও সহায়তা নিশ্চিত করা। স্থানীয় স্বেচ্ছাসেবী এবং প্রশাসন এ বিষয়ে নজরদারি করছেন।
📞 যোগাযোগ: শিবচর থানা / স্থানীয় প্রশাসন
📍 লোকেশন রেফারেন্স: শিবচর ৭১ চত্বর, মাদারীপুর
নিউজ ডেস্ক
আপনার একটি শেয়ার হয়তো একটি শিশুকে নিরাপদে ফিরিয়ে দিতে পারে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com