শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় পল্লীশ্রী সংস্থা কর্তৃক বাস্তবায়িত হোপ প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ঘটিকায় শিবগঞ্জ উপজেলার গাংনগর এ এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফসিয়ার রহমান সভাপ্রধান হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
পল্লীশ্রী’র হোপ প্রকল্পের পরিচালক শামসুন নাহারের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় নারী ও কণ্যাদের সুরক্ষা নিশ্চিতকরণ, মেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ার পথে সম্ভব্য ঝুঁকি প্রতিরোধ, বিদ্যালয় পর্যায়ে দেশীয় সাংস্কৃতিক চর্চার পরিবেশ সৃষ্টি, বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যালয় পর্যায়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন ও অভিযোগ বক্স স্থাপন, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্যাড ব্যাংক স্থাপন বিদ্যালয় পর্যায়ে শিক্ষক, অভিভাবক ও সিএসও সদস্যদের করণীয় এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও তা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, বগুড়া জেলা সিএসও’র কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ উপজেলা সিএসও সভাপ্রধান রত্না রানী বিশ্বাস, দেউলি ইউনিয়ন সিএসও সভাপ্রধান রিনা আক্তার, অবসর প্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন, শিক্ষক ফিরোজ আলম, উজ্জল কুমার, আকিকুন নাহার সরকার, হুমায়ন কবীর, আবু সাঈদ, আব্দুস সামাদ, হানিফ মন্ডল,
হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন, গাংনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রওশন আলী, সিএসও সদস্য জাবেদ, ফাল্গুনী, আইভি, কামরুন্নাহার, মাহমুদা, নীলকান্ত, সিয়াম, সকালী, শিক্ষার্থী ফোরামের সদস্য তামিম হাসান, তানবীন নাহার, উম্মে ফাতেমা, জান্নাতুল, নুসরাত জাহান, সাখায়াত হোসেন, তামিম ইসলাম, কুমারী মৃত্তিকা রানী প্রমূখ।