শিক্ষার্থীর প্রাণ
মোঃ আজহারুল ইসলাম (অপুর্ব)
জ্ঞানরশ্মি ছড়িয়ে দেন,
অন্ধকারের মাঝে।
শিক্ষার পথ দেখান তিনি,
স্নেহের কোমল সাজে।
তাঁর কথাতেই জাগে প্রাণ,
আশার প্রদীপ জ্বেলে।
তিনি আমাদের পথ-প্রদর্শক,
চিরদিন থাকবেন মনে।
লামনিহাটের গর্ব তিনি,
কলেজের সবাই জানে।
তাঁর আদর্শে শিখে যাই,
মানবতার ঐ টানে।
ইতিহাসের শিক্ষক তিনি,
জ্ঞানের উজ্জ্বল আলো।
লালমনিরহাট কলেজে,
তাঁর খ্যাতি অনেক ভালো।
শিক্ষার প্রদীপ হাতে গড়ান,
মানবতার ঐ প্রাণ।
আরমান স্যার চিরদিন,
থাকবেন গৌরবের ধন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com