কবি ও ছড়াকার হানিফ রাজা। পিতাঃ মৃত সুরুজ আলী ফকির, মাতাঃ মৃত আমেনা খাতুন। বাবা মায়ের দুই ছেলের মধ্যে দ্বিতীয়। ১৯৮৮ সালের ০৫ জুন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ত্রিশিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
তিন বছর বয়সে বাবাকে এবং কৈশোরে মাকে হারিয়েছেন। আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ থেকে বিএসএস(সম্মান) ও এমএসএস(সমাজবিজ্ঞান) ডিগ্রী অর্জন করেন। তিনি একজন সাহিত্য সংগঠক, সমাজসেবক ও ব্যাংকার। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত আছেন। সহধর্মিনী- শায়লা আক্তার। সন্তানঃ এক মেয়ে আফিয়া শারমিন রাফা ও এক ছেলে আবু হাসনাত রাফিন। নিজ জেলাঃ ময়মনসিংহ। শখঃ লেখালেখি ও ভ্রমণ। প্রকাশিত কাব্যগ্রন্থঃ সম্পাদিত কাব্যগ্রন্থ- ২টি (ভালোবাসার ডায়েরী-২০২১ ও শিকড়-২০২১), যৌথ কাব্যগ্রন্থ- ০৫টি। এছাড়াও তারাকান্দা সমিতি কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন “তারাকান্দার কথা” এর প্রকাশক ও সম্পাদক। তিনি আন্তর্জাতিক সাহিত্য সংগঠন “শিকড় সাহিত্য পরিষদ” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে সম্মননা স্মারক ও পুরস্কার পেয়েছেন। তার লেখা ছড়া ও কবিতা বিভিন্ন গণমাধ্যম ও পত্রিকায় নিয়মিত প্রকাশ হচ্ছে।