মোঃ হাছান তালুকদার, বাবার নাম রাজিল মিয়া তিনি দিরাই উপজেলার ৩নং রাজানগর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের সম্রান্ত পরিবারের তালুকদার বাড়ির সন্তান। তিনি ২০০৪ সালে জুলাই মাসের ৯ তারিখ জন্ম গ্রহণ করেন।
তিনি অল্প বয়সে কবিতা লেখা শুরু করেন, ২০২২ সালে ১৪ আগস্ট তার অসংখ্য লেখা থেকে আগস্ট নিয়ে একটি লেখা প্রকাশ পায়, তার লেখা অনেক কবিতা বিভিন্ন অনলাইন ই-পেপারে ছাপানো হয়েছে, তার লেখা ২টি যৌথ বই আছে। একটি হচ্ছে দ্রহের কবি প্রেমের কবি নজরুল এবং অপর টি হচ্ছে একুশ আমার অহংকার যেটি ২০২৪ সালে লাইব্রেরি তে আসবে, তিনি কবিতা লেখার পাশাপাশি জাতীয় পত্রিকায় সাংবাদিকতা ও করেন তিনি গ্রাম অঞ্চলে সাংবাদিক ও কবি মোঃ হাছান তালুকদার নামে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। সাথে তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com