মোঃ শিহাব হোসেন (তপু) ১০ ফেব্রুয়ারী ২০০২ সালে নওগাঁ জেলার ১১ নং শিকারপুর ইউনিয়নের শেখেরপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আতিকুর রহমান এবং মাতাঃ আদরী বিবি।
বর্তমান ঠিকানাঃ আনন্দ নগর, নওগাঁ সদর। তিনি বিএসসি অনার্স (ভূগোল ও পরিবেশ বিভাগ) নওগাঁ সরকারি কলেজে অধ্যয়নরত। তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য। বিভিন্ন বই এবং পত্রিকার পাশাপাশি প্রতি শুক্রবার সাপ্তাহিক ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার ম্যাগাজিনে তার লেখা কবিতা নিয়মিত প্রকাশ পায়। অবসর সময়ে তিনি কবিতা লিখতে ভালোবাসেন।