তপন মাইতি সুন্দরবনের দঃ২৪ পরগণা জেলা দেবীপুর গ্রামে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবাঃ দিনমজুর। মাঃ গৃহিনী।
মেকানিক্যাল ট্যাকনিশিয়ান (ডিপ্লোমা পাশ)। লেখালেখির চেয়ে পড়াশোনা বেশি করেন। বলার চেয়ে শোনে বেশি। দেশ বিদেশ পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে ও হচ্ছে এবং তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য। মানুষের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় উপহার।