আমার নাম এস এম আবদুচ ছালাম আজাদ। পিতা মৃত মাওলানা সাইয়্যেদ শেখ উল ইসলাম। মাতা খদিজা বেগম।
চট্টগ্রাম জেলার অর্ন্তগত সাতকানিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের মধ্যম রামপুর সৈয়দ আসকর খন্দকার পাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই লেখা লেখির সুচনা। লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস ও সাহিত্য। অন্তরালে উপন্যাসের জন্য পেয়েছেন কবিতার মঞ্চ সাহিত্য পুরস্কার। পেয়েছেন শ্রেষ্ট প্রবন্ধকারের পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন। যৌথ কাব্যগ্রন্থসহ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হয়েছে ৩০ টি বই। এবং তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com