কবি, আমিরুল ইসলাম জীবন ১৯৯৯ সালের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনাইতপুর ইউনিয়নের দোলমা গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
কবির পিতার নামঃ মোঃ নবীজুল ইসলাম । মাতাঃ পারভীন আক্তার। কবি তার পাশের গ্রামের এক নামকরা উচ্চ বিদ্যালয় দোলমা কাহালগাঁও উচ্চ বিদ্যালয় থেকে নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন । এর পর তিনি লেখাপড়া ইতি টানে। চলে যান কর্ম জীবনে। কবি পেশায় ব্যবসায়ী। কবির পথচলা ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি রচনা করেন, গান, গল্প, কবিতা, ছড়া, উপন্যাস। স্কুলে এক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে গিয়ে নিজের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। তার পর মাজিদুল ইসলাম মুন্না আমার কবিতা দেখে উনার সম্পাদিত পাখি কবিতা তুলে ধরেন। সেই থেকে সাহিত্যে পথ চলা।
কবির একক বই ও যৌথ কাব্যগ্রন্থ মধ্যে রয়েছে- কবি উদ্দেন, নানা নাতনির ছড়া, প্রভাতের ডাক, ইত্যাদি। কবি দোলমা সাহিত্য ফাউন্ডেশন ও দোলমা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন৷ এবং তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার এর একজন সক্রিয় সদস্য। বিভিন্ন সময় তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে সাহিত্য সম্মাননা সনদ লাভ করেন। এদের মাঝে কিছু হলো- “বিশ্ব মনিষী কোষ গুগলি, পশ্চিমবঙ্গ, ভারত, থেকে নজরুল শতাব্দী স্মারক সম্মাননা, জালালাবাদ সাহিত্য ফোরাম স্মারক সম্মাননা ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম থেকে সম্মাননা স্মারক দোলমা সাহিত্য পরিষদ থেকে সম্মাননা স্মারক ইত্যাদি।