কবি মুহাম্মদ কাউছার আলম রবি জন্মগ্রহণ করেন ১৯৯২ সালের ১৫ই জুন শুক্রবারের বর্ণীল প্রভাতে। রেহেনা তাহের দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনিই প্রথম। তার শৈশব ও কৈশোর কাটে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সুপরিচিত বলশীদ গ্রামে। তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্নান ও সম্মানোত্তর ডিগ্রি প্রথম বিভাগে অর্জন করেন। তাঁর রচিত যৌথ কাব্যগ্রন্থগুলো হলো- অতৃপ্ত বেদনার আত্ম হাহাকার, মক্কার প্রান্তরে, প্রতিক্ষা, অপেক্ষা, অসংঙ্গায়িত সমীকরণ, চব্বিশের গণবিস্ফোরণ ইত্যাদি।
অমর একুশে বইমেলা ২০২৫ এ কবির সম্পাদনায় “কাব্যের স্নিগ্ধতা ও স্বপ্নের দিগন্তে” দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি জাতীয় দৈনিক আজকালের আলো, সকালের সংযোগ ২৪, দৈনিক বাংলার কথা, দৈনিক চাঁদপুর কন্ঠ, দৈনিক আলোকিত চাঁদপুর, মানব সমাজসহ জেলার বিভিন্ন স্থানীয় পত্রিকা ও ম্যাগাজিনে দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। তিনি বর্তমানে চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল কাউসার স্কুলে শিক্ষকতা করছেন। পারিবারিক জীবনে তিনি মা-বাবা, ভাই-বোন, স্ত্রী ও সন্তান নিয়ে পরম সুখে বসবাস করছেন। তিনি সাহিত্য সংগঠন বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদের সহ সম্পাদক হিসেবে সৎ ও কর্মনিষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন।