কে গো তুমি রূপবতী?
সেজে'ছ এমন সাজ।
যেমন বিধাতায় নিজ হাতে,
এঁকেছেন কাঁরুকাজ।
তোমার ওষ্ঠ মাখা গোলাপ পাঁপড়ি,
হরিণ বরণ আঁখি।
আমি দূর থেকে অপলক দৃষ্টিতে,
শুধু তোমায় দেখি।
কোন গ্রামে বাড়ি তোমার?
কী বা তোমার নাম?
তুমি হবে কী আমার রাই?
আমি হব তোমার কালো শ্যাম।
তোমার ঝুমুরঝুমুর পায়েল এর সুর,
মাতাল করে মোরে।
স্থান দিয়েছি তোমায় আমি,
আমার হৃদয় পুরে।
প্রবন ঢেউতলা করে,
তোমার দৃষ্টির আনাগোনা,
কেন আসো বেপাড়া?দিয়ে যাও ভেলকি,
মাশুল দিতে হয় দুনা।
নিত্য ভাবনায় থাকি বিভোর,
শুধু তোমায় নিয়ে।
হবে কী গো সঙ্গের সখা?
করবে কী গো বিয়ে?
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com