1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

রিক্সাওয়ালার প্রেম —- আলিম আহমেদ 

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

রিক্সাওয়ালার প্রেম

আলিম আহমেদ 

 

রিক্সাওয়ালা যাত্রী নিয়ে যাইতে ছিলো, হঠাৎ দেখলো এক রিক্সাওয়ালার তাহার চাইতে, বসে এসেছে। মেয়েটি বলে ও ড্রাইভার, কোথায় যাবেন।ঢাকা না টঙ্গী পাড়া, না আমি ঢাকাতে যাবো।

কতো ভাড়া বলবেন, বেশী টাকা নায়তো, একশত টাকা।

মেয়েটি বলে এতো দাম কেনো,

আর কম হবে না, না আমি যতো বলছি, এতো নেবো- আচ্ছা উঠবো নাকি, রিক্সাতে জ্বী উঠেন।

রিক্সাওয়ারা ছেলে শিক্ষিত, খুব সুন্দর গান বলে। মেয়ে বললো কাকে তুমি গান শুনাচ্ছো,মেয়েটি বললো রিক্সাওয়ালাকে,

তুমি এতো সুন্দর গান বলো, আগে জেনে থাকতাম যদি; তুমি অনেক বড় শিল্পী হয়ে যেতে। রিক্সাওয়ালার বললো, এই গান আমার দুঃখের গান।

রিক্সাওয়ালার মেয়েটিকে তাহার কাহিনী বললো মেয়েটি, অবাক হয়ে শুনছে। রিক্সাওয়ালার কাহিনী,, রিক্সাওয়ালা বললো,,আমি এক মেয়েকে ভালো বেসেছিলাম।

সে মেয়ে আমাকে ধোঁকা দিয়েছে,আমি ভাবতাম না? ভালোবাসা এতো কষ্টের,

কেউ কারো আপন নয়;

মেয়েটি অনেক সার্থপর”

ভালোবাসার নাম ছলনা,

কেউ কারো দুঃখ বুঝেনা।

কেউ হাসায় কেউ কাঁদায়,

কেউবা আপন হয়ে যায়।

মেয়েটি আমাকে ভালো বাসতো,যদি আমি কোনদিন থাকে ভুলে যেতাম না।

আমি রিক্সাওয়ালা বলে,সবাই আমাকে অপমান করতো, রিক্সাওয়ালা মানুষ নায়? রিক্সাওয়ালা রক্তে মাংসে গড়া নায়, রিক্সাওয়ালা মানুষ পেটের জন‍্য রিক্সা চালায়। তোদের মায়া দয়া নাই, আমিতো রক্তে মাংসে গড়া মানুষ,তোরা আমাকে অপমান করে, কি? পেয়েছো,তোমাদের একদিন আল্লাহ বিচার করবেন। অপমানের সঠিক বিচার একদিন পাবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park