কৈশোর থেকে যৌবনে পা রাখতেই আপনার প্রতি আমার চরম ভালোলাগার সূচনা। আপনাকে দেখলেই কেমন যেন এক তীব্র অনুভূতি জেগে ওঠে মনের ভিতর। আজকাল সবসময় আপনার সঙ্গ পেতে মন চায়। কখনো মন চায় আপনার প্রতি সমস্ত ভালোলাগা প্রকাশ করতে করতে বাসনায় ডুবে থাকি। প্রতি মুহূর্তে আপনার কথা ভাবতে ভাবতে অবচেতন হয়ে পড়ি। আপনার কাজল চোখের জ্বলজ্বলে অক্ষরের ভাষা অনেক বেশি প্রগাঢ়। চোখে চোখ পড়তেই ঝলসে গেছি বারংবার। এলোমেলো চুলের ওড়াউড়িতে একপশলা বৃষ্টির মতো ভিজে গেছি বেখেয়ালি মনের চৈতন্যে। প্রতিদিন ভোর হতেই আপনাকে মন ভরে দেখার তৃষ্ণা মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এক নিমেষ আপনাকে না দেখলে বেদনার জলে চোখ ভেসে যায়। আপনার হাতের আঙুলগুলোর ছোঁয়া পেতে অনাবৃত নদীর মতো গা এলিয়ে দেই। কখনো বা আপনার চলার পথে বিছিয়ে দেই আমার ভালোবাসা মাখা হৃদয়ের নরম কার্পেট। আপনার প্রতি আমার ভাবনার কোনো সীমাবদ্ধতা নেই। আপনাকে নিয়ে ভাবার মতো শৈল্পিক সুখ জগতের কোনোকিছুতে আমি আর খুঁজে পাইনি। বিশ্বাস করুন আপনার মতো কেউ আমাকে এতোটা মুগ্ধতায় আচ্ছন্ন করতে পারেনি। এই যে আপনাকে নিয়ে আমার প্রতিদিন বিস্তর ভাবনা, তবুও কি আপনি বুঝতে পারেন না কতোটা ভালোবাসি আমি আপনাকে ? আমার ভালোবাসা বুঝতে খুব কি কষ্ট হয় আপনার ? বলতে পারেন কেন আমার ভালো লাগে না আপনাকে ছাড়া? কেন আমার মন খারাপ হয় এক নিমেষ আপনাকে না দেখলে? পৃথিবী ভর্তি এতো এতো রমণী থাকতে আপনাকেই কেন আমার এতো ভালো লাগে বুঝতে পারিনা। আপনার অপেক্ষায় চাতক পাখির মতো পথ চেয়ে থাকি। আপনার পাশে বসে গল্প করার মতো সুখ বারংবার পেতে চাই।
সন্ধ্যা হলেই পাখি যেমন নীড়ে ফেরার তাগিদে পাখা মেলে উড়ে আসে, তেমনি আমার মনটাও আপনার কাছে যাওয়ার জন্য সবসময় ছটফট করে। আপনার ব্যক্তিত্ব আমাকে দারুণ ভাবে প্রভাব বিস্তার করে তোলে। সবকিছুই বিষণ্ণ লাগে এক আপনাকে ছাড়া। ফুল যেমন নিজের সুবাস ছড়িয়ে চারপাশ ভরিয়ে রাখে, তেমনি আমি আপনার ভালোবাসা পাওয়ার জন্য উদগ্রীব হয়ে বসে থাকি। আপনার আগুন জ্বলা রূপে আমি সহস্র বার ঝলসে গেছি। মানুষ এতো সুন্দর হতে পারে আপনাকে না দেখলে কোনোদিন বুঝতে পারতাম না। আপনাকে যে ভালোবাসি এই কথাটি বারংবার বলতে চেয়েও বলতে পারিনি। হয়তো লজ্জায়, নয়তো ভয়ে। আপনাকে পাওয়ার আগেই হারিয়ে ফেললে নিঃশেষ হয়ে যাবো আমি। অন্ধকার দূর করতে যেমন আলোর প্রয়োজন, তেমনি আমার জীবনে আপনাকে খুব প্রয়োজন। যেদিন থেকে আপনার প্রেমে পড়েছি সেদিন থেকে নিজের খেয়াল রাখতে ভুলে গেছি। আপনি আমাকে পুরোদস্তুর গিলে গেয়েছেন। আজকাল আমার ভাবনার সমস্ত ক্যানভাসে আপনার ছবি আঁকি। আচ্ছা বলেন তো এতোটা সুন্দর কেন আপনি? এতো নান্দনিক আবহে কেমন করে কথা বলেন? আমি না সত্যি অনেক মুগ্ধ হয়ে যাই আপনার বাচনভঙ্গির দৃশ্যমান দেখে। প্রকৃতির মতোই ঝলমলে আপনি। যতো দেখি ততোই ভালো লাগে। আপনাকে দেখার তৃষ্ণা বোধ হয় কখনোই মিটবে না। ক্রমশ আপনাকে কাছে পাওয়ার তৃষ্ণা বেড়ে যাচ্ছে। অথচ আমার ভালোবাসা দিয়ে কোনোভাবেই আপনাকে প্রভাবিত করতে পারছি না। বলতে পারেন পুরোপুরি ব্যর্থ আমি। তবুও আপনার পিছু ছাড়বো না কোনোদিন। ছায়ার মতোই আপনাকে আবদ্ধ করে রাখবো আমার মনের আকাশ জুড়ে। কখনোই আপনাকে হারিয়ে যেতে দিব না। কখনো দূরে গেলে আমিও আপনার সাথে যাবো নির্লজ্জের মতো। আপনার প্রতি আমি কোনো লজ্জা পোষণ করি না। বন্ধু হিসেবে আপনার যতোটা কাছাকাছি যেতে পেরেছি, প্রেমিক হিসেবে ততোটাই অদূরবর্তী আমি। তবুও আপনাকেই আমার অগোছালো জীবনে বড্ড প্রয়োজন। আপনার শূন্যতা আমি আর কিছুতেই পূর্ণ করতে পারবো না আপনি ব্যতীত। আপনি আমার আত্মার মেহমান। আপনার ভালোবাসা পাওয়ার জন্য সমস্ত যুদ্ধের মুখোমুখি হতে সর্বদা প্রস্তুত আমি।
আপনাকে হারানোর মতো পরাজয় কখনোই মেনে নিতে পারবো না আমি৷ আপনার পাশে দ্বিতীয় কোনো পুরুষের উপস্থিতি মানতে পারবো না কখনো। জীবনে-মরণে আপনি শুধু আমার। আমার মনের সমস্ত ভালোবাসা শুধু আপনার জন্যই বিদ্যমান। দ্বিতীয় কোনো রমণীর স্থান রাখিনি আমার মনের ব্যাপ্তি জুড়ে। প্রসারিত চিত্ত বাড়িয়ে আপনাকে গ্রহণ করার নিমিত্তে সর্বদা অপেক্ষমাণ আমি। ভুল করেও কখনো আপনাকে কষ্ট দিতে পারবো না। আপনার প্রতি প্রবলমাত্রায় দুর্বল আমি। প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনায় আমি আপনাকে রাখি। সূর্যের আলোর মতো আপনাকে প্রদক্ষিণ করি। আপনি যখন খোলা পায়ে সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে যান, তখন আপনার পায়ের আঙুলের ফাঁকে শিশির বিন্দু হয়ে আলতো পরশ মাখি। আহা কি মনোরম আপনার গতিবিধি ! দেখলেই মন ভালো হয়ে যায়। কখনোই আপনার সাথে অসভ্যতা করতে চাইনি। আপনাকে ভালোবাসার মাঝে আমার কোনো খায়েশ নেই। বিশ্বাস করুন আপনার প্রতি আমার তুমুল ভালোবাসার নেশা। আপনার সতীত্ব কেড়ে নেওয়ার প্রতি বিন্দুমাত্র লোভ নেই আমার। যদি তাই থাকতো তাহলে এতোটা ধৃষ্টতা দেখাতাম না আপনার প্রতি। বলবো না জৈবিক চাহিদার প্রতি আমার কোনো লোভ নেই। কিন্তু অবৈধ উপায়ে কখনোই আপনাকে স্পর্শ করতে যাবো না আমি। এইটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন। ভালোবাসলেই শরীর ছুঁতে হবে এটা আমি বিশ্বাস করি না। স্পর্শ না করেও যে তুমুল ভালোবাসা যায় সেটা আমি আপনাকে অবশ্যই টের পাওয়াবো। আপনি হয়তো ভাবছেন আপনার সাথে আমি অভিনয় করছি।
কিন্তু এই ধারণা মোটেও আপনার কল্পনার মাঝে স্থান দিয়েন না। প্লিজ এইটুকু জেনে রাখেন আপনাকে আমি পবিত্র চিত্তে ভালোবাসি। যার মাঝে কোনো অশ্লীলতা নেই। আছে শুধু পবিত্র ভালোবাসার বন্ধন গড়ে তোলার আকুতি। এই যে আমি চাইলেই রীতিমতো আপনাকে কুপোকাত করতে পারি। ছিনিয়ে নিতে পারি আপনার ব্যক্তিত্বকে। অথচ দেখেন কোনো অসৎ উপায়ে আপনাকে আমি গ্রহণ করতে চাচ্ছি না। যতোটা না আপনাকে আমি ভালোবাসি, তার চেয়ে কয়েক হাজার গুণ আপনাকে আমি সম্মান করি। আমার কাছে এক পরিপূর্ণ রমণী আপনি। আপনার মতো অন্য কাউকে এতোটা মূল্যায়ন করতে পারিনা। বাবা-মায়ের কাছে আপনি যেমন অনেক আদরের, তেমনি আপনি আমার কাছে অনেক আকাঙ্ক্ষিত একজন মানস প্রিয়া। আপনার দৈহিক এবং বাহ্যিক সৌন্দর্যের কাছে ম্লান পৃথিবীর সমুদয় সৌন্দর্য। যেদিনগুলো আপনার সাথে কেটে গেছে, সেই দিনের স্মৃতিগুলো কোনোদিন আমার মনের আর্কাইভ থেকে মুছে যেতে দিব না। আপনার ঠোঁটের পাপড়িগুলো সদ্য ফোটা লাল গোলাপের চেয়েও শতগুণে স্বতঃস্ফূর্ত। মাঝেমাঝে মনের মধ্যে প্রবল বাসনা জাগে ইচ্ছে করেই আপনাকে একটু ছুঁয়ে দেই। অকস্মাৎ ভয় জাগে আপনি আবার কিনা কি ভাবেন। সবকিছু বিবেচনা করেই আপনার প্রতি আমি নীমিলিত ঘাসফুল। আপনি চাইলেই আমাকে ছিঁড়ে আপনার চুলের খোঁপার সৌন্দর্য বাড়াতে ব্যবহার করতে পারেন। পারেন আমাকে আপনার দাসত্ব করাতে। আপনার পদতলে আমার ব্যক্তিত্বকে সঁপে দিয়েছি। কখনো তা ফিরিয়ে নিতে চাই না। মৃত্যু অবধি আমি আপনার কেন্দ্রবিন্দুতেই থাকতে চাই। খুব কাছ থেকে আপনাকে পরখ করতে চাই কৌতূহলী দৃষ্টিকোণ থেকে। আপনার সাথে রাত কাটানোর চেয়ে দূর থেকে ভালোবাসার প্রগাঢ়তা অনেক বেশি জাজ্বল্যমান। আপনার কোমল হাতের স্পর্শ পেলেই প্রাণ ফিরে পায় মৃত্যুপথ যাত্রী। স্বয়নে-স্বপনে যতোবার আমি আপনার মুখোমুখি দাঁড়িয়েছি ততোবার আচ্ছন্ন হয়ে পড়েছি আপনার লালিত্যপনা দেখে। কি প্রখর আপনার চোখের চাহনি ! চোখে চোখ পড়তেই খুব সহজেই গলে যাই।
আপনার সাথে ফুলশয্যা করার চেয়ে আপনাকে ছুঁয়ে দেখার প্রগাঢ়তা মাত্রাতিরিক্ত বেশি। আপনার সতীত্ব বধ করার জন্য আমার শিরদাঁড়া কখনো উত্তেজিত হয়নি। বরং আপনার সতীত্বকে অক্ষুণ্ন রাখতে সদা প্রতীয়মান আমি। আপনি আমার জীবনে না এলে অসম্পূর্ণ থেকে যেত আমার পুরো পৃথিবী। অথচ এখনো নিশ্চিত জানিনা সত্যি সত্যিই আমি আপনাকে আমার করে পাবো কিনা। কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি রাখিনি। মনের সবটুকু সৌন্দর্য দিয়ে আপনাকে আমি সংগোপনে সাজিয়ে নিয়েছি। গড়ে তুলেছি ভালোবাসার প্রাসাদ। সৃষ্টিকর্তার পরেই আমি আপনাকে বেশি ভালোবাসি। তাই কখনো আপনার সাথে প্রতারণা করতে পারবো না। পারবো না আপনাকে ধূলিসাৎ করতে। কোনো অপশক্তি আমার কাছ থেকে আপনাকে ছিনিয়ে নিতে পারবে না। ঈশ্বরকে বলে আপনার জন্য একটি স্বর্গীয় মহল বিনির্মান করেছি। সেখানে শুধু আপনাকেই শোভা পায়। সেখানে দ্বিতীয় কোনো রমণীর অনুপ্রবেশ পুরোপুরি নিষেধ। আমার প্রতি আপনি একটু সদয় হলে সুখে শান্তিতে ভরে যেত আমার অবনী। আপনার হাতে রান্না করা খাবার খেয়ে অমিয় স্বাদ পেয়েছি। রাত-বিরেতে আপনার সাথে গল্প করতে করতে গভীর প্রেমে হাবুডুবু খেয়েছি। ঘণ্টার পর ঘণ্টা আপনার অবয়ব জুড়ে তাকিয়ে থেকেছি। কখনো চোখে চোখ পড়লেই আপনাকে বুঝানোর চেষ্টা করেছি কতোটা ভালোবাসি আপনাকে আমি। আপনার বাড়ির বেলকনিতে বসে আপনার সাথে কথা বলতে বলতে স্বর্গীয় সুখ আস্বাদন করেছি। সেই দিনগুলোর রোমাঞ্চকতা কোনোদিন আমি ভুলতে পারবো না।
জানিনা আমার প্রতি আপনার বিন্দুমাত্র ভালোবাসা আছে কিনা। অবশ্য এটা বুঝেছি আমাকে আপনি ভালো না বাসলেও অন্তত ভালোলাগার মাঝে রেখেছেন। যদি তাই না থাকতো তবে কখনোই আমাকে এভাবে কাছে টানতেন না। ভালো লাগা আছে বিধায় আমাকে আপনার পাশে বসতে দিয়েছেন। বছরের পর বছর কথা বলার সুযোগ দিয়েছেন। কখনো ফোন কলে বা সাক্ষাতে কথা বলতে বলতে দীর্ঘ সময় অতিবাহিত করেছি। অথচ সময় কতো দ্রুত চলে যেত বুঝতেই পারতাম না। আপনি আমার এতো আকাঙ্ক্ষিত কেন বুঝিনা। বলতে পারেন আপনি আমার শখের রমণী। যদি তাই না হবেন তাহলে আমার সবকিছুতে আপনাকে জড়াতাম না। ভালোবাসা এবং ভালোলাগা আছে বিধায় আপনাকে এতো গুরুত্ব দিয়েছি। না হলে এতো কাছে কখনো আসতে চাইতাম না। যমুনার পাড় ঘেঁষে আপনার বাড়ি হলেও আপনার অবস্থান আমার অন্তরের অন্তঃস্থলে। যেখান থেকে কখনোই আপনাকে সরাতে পারবো না। আপনি আছেন বলেই আমার বেঁচে থাকা। আমার সমস্ত চাওয়া-পাওয়ার অনেক ঊর্ধ্বে আপনি। আপনিই আমার আলোর পথের দিশারি। এক আপনাকেই আমার দৈবজ্ঞ মেনেছি। আপনাকে ছাড়া বেঁচে থাকা অনেক বেশি কষ্টের। সবকিছু জেনেও যদি আমাকে আপনি দূরে সরিয়ে দেন তাহলে মরে যাবো আমি। সত্যি মরে যাবো আপনাকে ছাড়া। আপনি আমার নিঃশ্বাসের বিশুদ্ধ অক্সিজেন। হয়তো এর চেয়ে বেশি কিছু। তাহলে বুঝে নিয়েন আপনি আমার কতোটা কাছের মানুষ। কতোটা ভালোবাসি আপনাকে আমি।