কবিতা হোক আলোর দিশা, নসীহতের সাথি,
যেখানে আছে হক কথা, নয় কোনো বিভ্রান্তি।
ভালো কাজে উৎসাহ দেয়, সত্য পথে ডাকে,
আল্লাহ ও রাসূলের কথা হৃদয়ে ছাপ রাখে।
কিন্তু যদি কাব্য লেখে ফিতনারই গল্পে,
শির্ক, কুফরি কিংবা ব্যঙ্গ ইসলামকে কল্পে।
নগ্নতা আর প্রেম বিলাস, হারামেরই বাণী,
তবে সে কবিতা শয়তানেরই কণ্ঠবাণী।
যে কবি ব্যঙ্গ করে দ্বীন, হাসে হিজাব নিয়ে,
তার কবিতা জ্বালাবে আগুন, শেষ হবে গিয়েও।
যে কবিতা বাজে রসে তরুণ মন ভুলায়,
তাকওয়ার বদলে সে কবিতা নাফরমানি শিখায়।
নবীজী বলেছিলেন, “কাব্য যদি হক হয়,
তবে তাতে কোনো দোষ নাই, বরং তা-ই উত্তম কয়।”
হাসান ইবনে সাবিত লিখতেন দ্বীনের গান,
সাহাবারা দিতেন তাতে খুশিরই ঘোষণা।
কবিতা হোক ঈমানী ডাকে, সত্যেরই ভাষা,
আখিরাতে নাজাত পেতে, হোক ভালো আশা।
লিখ যদি তুমি কবিতা ভাই, আল্লাহকে ভয় করো,
শব্দে শব্দে দাও দাওয়া, দ্বীনকেই জয় করো।