1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

যে কাব্য বৈধ নয় —- মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

যে কাব্য বৈধ নয়

মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

 

কবিতা হোক আলোর দিশা, নসীহতের সাথি,

যেখানে আছে হক কথা, নয় কোনো বিভ্রান্তি।

ভালো কাজে উৎসাহ দেয়, সত্য পথে ডাকে,

আল্লাহ ও রাসূলের কথা হৃদয়ে ছাপ রাখে।

 

কিন্তু যদি কাব্য লেখে ফিতনারই গল্পে,

শির্ক, কুফরি কিংবা ব্যঙ্গ ইসলামকে কল্পে।

নগ্নতা আর প্রেম বিলাস, হারামেরই বাণী,

তবে সে কবিতা শয়তানেরই কণ্ঠবাণী।

 

যে কবি ব্যঙ্গ করে দ্বীন, হাসে হিজাব নিয়ে,

তার কবিতা জ্বালাবে আগুন, শেষ হবে গিয়েও।

যে কবিতা বাজে রসে তরুণ মন ভুলায়,

তাকওয়ার বদলে সে কবিতা নাফরমানি শিখায়।

 

নবীজী বলেছিলেন, “কাব্য যদি হক হয়,

তবে তাতে কোনো দোষ নাই, বরং তা-ই উত্তম কয়।”

হাসান ইবনে সাবিত লিখতেন দ্বীনের গান,

সাহাবারা দিতেন তাতে খুশিরই ঘোষণা।

 

কবিতা হোক ঈমানী ডাকে, সত্যেরই ভাষা,

আখিরাতে নাজাত পেতে, হোক ভালো আশা।

লিখ যদি তুমি কবিতা ভাই, আল্লাহকে ভয় করো,

শব্দে শব্দে দাও দাওয়া, দ্বীনকেই জয় করো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park