যেদিকে দুচোখ যায়
পাখিরা মুক্ত আকাশে উঠছে,
এদিক সেদিক ঘুরছে।
যেদিকে দুচোখ যায়
সকাল হলে ছুটে কৃষক মাঠে,
ফেরিওয়ালা ঘুরে ছাড়া হাটে।
যেদিকে দুচোখ যায়
বর্ষার জলে ভরে গেছে খালে-বিলে,
নতুন মাছ মারছে জেলের দলে।
যেদিকে দুচোখ যায়
মাঠে মাঠে ভরা ধানের ফলন,
কৃষকে দিতে ব্যস্ত ধানের মলন।
যেদিকে দুচোখ যায়
সবুজ শ্যামলে ঘেরা,
আমার প্রিয় জন্মভূমি সেরা।
যেদিকে দুচোখ যায়
শহরের ব্যস্ত নগরবাসী,
মায়ের কোল ছেড়ে থাকি প্রবাসী।
যেদিকে দুচোখ যায়
শৈশব ঘেরা স্মৃতি মনে পড়ে,
মায়ের কোলে শিশু নিরাপদ ঘরে।
যেদিকে দুচোখ যায়
গাঁয়ের প্রতি ভালোবাসা বাড়ে,
স্বাধীনতা হৃদয়ে নাড়ে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com