1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

যেকোনো সৃজনশীল বই প্রকাশে, যোগাযোগ হোক ইচ্ছাশক্তি প্রকাশনী’র সাথে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্সঃ ইচ্ছাশক্তি

 

সাহিত্য, সংস্কৃতি ও চিন্তার জগত প্রতিনিয়ত নব নব রূপে বিকশিত হচ্ছে। এই বিকাশের মূল শক্তি হলো লেখক ও পাঠকের আন্তরিক সংলাপ এবং সেই সংলাপের সেতুবন্ধন তৈরি করে এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজন, যারা লেখকের সৃজনশীলতাকে শ্রদ্ধা করে এবং পাঠকের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে চায়। ঠিক সেইরকম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো ইচ্ছাশক্তি প্রকাশনী। প্রকাশনা জগতে প্রতিদিন অসংখ্য বই প্রকাশিত হচ্ছে, কিন্তু তার মধ্যে খুব কম সংখ্যক বই-ই পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে পারে। এর একমাত্র কারণ হলো প্রকাশনার পেছনে দায়িত্বশীল মনোভাব, সম্পাদনার যত্ন এবং নান্দনিক প্রকাশভঙ্গির অভাব। ইচ্ছাশক্তি প্রকাশনী এই জায়গাতেই নিজেদের অনন্য করে তুলেছে। আমরা কেবল একটি বই ছাপাই না, বরং প্রতিটি পাণ্ডুলিপিকে একটি প্রাণবান শিল্পকর্মে রূপ দিতে সচেষ্ট হই।

 

আজকের দিনে একজন নবীন লেখকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক একটি প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া, যেখানে তার লেখা সম্মানের সাথে প্রকাশ পাবে এবং একজন পাঠক সেই লেখার সৌন্দর্য অনুভব করতে পারবেন নির্ভার মনে। ইচ্ছাশক্তি প্রকাশনী সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটি তৈরি করে নিতে পেরেছে পাঠক-লেখক উভয়ের হৃদয়ে। আমরা বিশ্বাস করি সাহিত্য কেবল ভাষার খেলা নয়, এটি একটি আত্মিক চর্চা, একটি নৈতিক দায়বদ্ধতা। তাই আমাদের প্রকাশন প্রক্রিয়ায় থাকে যত্নবান সম্পাদনা, পাণ্ডুলিপির যথাযথ মূল্যায়ন, অলংকরণের নান্দনিকতা এবং গ্রাফিক্স ও ছাপার গুণগত মান। একজন লেখকের স্বপ্ন যেন বইয়ের পাতায় ঠিকঠাকভাবে ফুটে ওঠে সেই প্রতিশ্রুতির কোনো ব্যত্যয় আমরা হতে দেই না।

 

আমাদের দৃষ্টিভঙ্গি হলো সাহিত্যচর্চা সকলের জন্য উন্মুক্ত। তাই আমরা সবসময় নবীন ও প্রবীণ উভয় ধরনের লেখকদের বই প্রকাশে উৎসাহিত করি। নবীনদের জন্য আমরা দিই পরামর্শ, সাহায্য করি পাণ্ডুলিপি প্রস্তুতে এবং সহানুভূতির সাথে তাদের সাহিত্যিক পথচলার পাশে দাঁড়াই। প্রবীণ লেখকদের ক্ষেত্রে আমরা অনুসরণ করি তাদের অভিজ্ঞতার মূল্যায়ন ও শ্রদ্ধাশীল সম্পাদনা।

 

ইচ্ছাশক্তি প্রকাশনীর মূলমন্ত্র “নতুন ভাবনা, উন্নত জ্ঞান”। এই নীতিতে আমরা প্রত্যেকটি বইকে দেখি একটি নতুন চিন্তার বিস্তার হিসেবে। যেকোনো বই প্রকাশের আগে আমরা সেই পাণ্ডুলিপির মৌলিকত্ব, প্রাসঙ্গিকতা, এবং পাঠকের সঙ্গে তার সম্ভাব্য সংযোগ; এই বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করি। আমরা শুধুমাত্র সেইসব বই প্রকাশ করি, যেগুলো পাঠকের অন্তরে নাড়া দিতে পারে, সমাজে কিছু নতুন ভাবনার জন্ম দিতে পারে কিংবা সাহিত্যের মানে নতুন মাত্রা যুক্ত করতে পারে।

 

আমাদের প্রকাশনায় শুধু উপন্যাস, গল্প, কবিতা নয়; থাকে প্রবন্ধ, গবেষণাপত্র, আত্মজীবনী, স্মৃতিচারণ, একাডেমিক ও শিশুতোষ গ্রন্থও। সাহিত্যের প্রতিটি শাখাকে আমরা সমান গুরুত্ব দিয়ে দেখি। কোনো লেখাকে আমরা ছোট করে দেখি না। কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটি লেখা তার নিজস্ব আলোয় দীপ্তিমান। পাণ্ডুলিপি হাতে পাওয়ার পর থেকে বইটি বাজারজাত হওয়া পর্যন্ত আমরা লেখকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখি। তার মতামত, ইচ্ছা ও স্বপ্নকে গুরুত্ব দিই। প্রচ্ছদ নির্বাচন থেকে শুরু করে, নাম ঠিক করা, ফ্ল্যাপ লেখা, সম্পাদনার স্টাইল এবং বাজারজাতকরণ প্রতিটি ধাপে আমরা লেখককে যুক্ত করি যেন এটি হয় একটি যৌথ সৃজন।

 

আমরা সাহিত্যিক প্ল্যাটফর্ম ও বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করি, যাতে আমাদের লেখকদের বই সহজে পাঠকের হাতে পৌঁছে যায়। আমাদের নিজস্ব বিপণন ব্যবস্থা, অনলাইন বুকশপ, বুক ফেইর স্টল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার; সব মিলিয়ে আমরা একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছি।

 

ইচ্ছাশক্তি প্রকাশনী বিশ্বাস করে; সৃজনশীলতা কোনো নির্দিষ্ট বয়স, পরিচয় কিংবা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রত্যেক মানুষের অন্তরে একটি গল্প আছে, একটি কবিতা আছে, একটি দর্শন আছে। সেই ভাবনাকে আলোর মুখ দেখানোর জন্য আমরা থাকি পাশে। লেখক যখন তার অপ্রকাশিত পাণ্ডুলিপি নিয়ে দ্বিধায় থাকেন- “কে ছাপাবে?” “কেমনভাবে বইটি বের হবে?” সেই সময়ই আমরা বলি, “যোগাযোগ করুন ইচ্ছাশক্তি প্রকাশনীর সাথে। আমরা আপনার স্বপ্নের অংশীদার হতে চাই।” আজকের এই প্রযুক্তি-নির্ভর, গতিময় সমাজে মানুষ যখন দ্রুত আনন্দ, বিনোদন ও জ্ঞান খুঁজে ফিরছে, তখন বইয়ের প্রয়োজন আরও বেশি করে অনুভূত হচ্ছে। কারণ বই কেবল সময় কাটানোর উপকরণ নয় এটি চিন্তার খোরাক, আত্মার বন্ধন, আর আবেগের প্রকাশ ভাষা। ইচ্ছাশক্তি প্রকাশনী সেই আবেগের কণ্ঠস্বর হয়ে উঠতে চায়।

 

প্রিয় লেখক, আপনি যদি আপনার লেখা নিয়ে একটি সৎ ও যত্নবান প্রকাশন খুঁজে থাকেন, যদি চান আপনার সৃজনশীলতা সম্মান পাবে, পাঠক হৃদয়ে জায়গা করে নেবে তাহলে আর দেরি নয়, এখনই যোগাযোগ করুন ইচ্ছাশক্তি প্রকাশনী -এর সাথে। আমরা আছি আপনাকে সাহস দিতে, সহযাত্রী হতে, এবং আপনাকে পাঠকের কাছাকাছি পৌঁছে দিতে।

 

শেষে বলবো,
যেকোনো সৃজনশীল বই প্রকাশে,
যোগাযোগ হোক ইচ্ছাশক্তি প্রকাশনী’র সাথে।
আমরা স্বপ্নে বিশ্বাস করি,
আর সেই স্বপ্নকেই বানিয়ে তুলি ছাপার অক্ষরে।

 

যোগাযোগ:
📚 ইচ্ছাশক্তি প্রকাশনী
📞 ০১৯৭৫-২৭৪৬১৪
📍গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
📧 ichchashakti22@gmail.com
🌐 ফেসবুক পেইজঃ ইচ্ছাশক্তি প্রকাশনী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park