যতদিন থাকবো আমি বেঁচে,
লড়াই চলবে নিঃশ্বাসে-নিঃশ্বাসে।
যদিও সে যুদ্ধ শব্দের সঞ্চয়ে,
সফলতা আসবেই সত্যের ভাষায়।
কলমে চলবে অবিরত সেই লড়াই,
আশার দিশায় গড়ে আগামীর ঠাঁই।
যেদিন থেমে যাবে আমার নিঃশ্বাস,
সেই দিন থেমে যাবে কেবল কলমের প্রকাশ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com