এস এম জাকারিয়া, মীরসরাই ( চট্টগ্রাম ) প্রতিনিধি
” শিক্ষক – অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি ” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নস্থ পূর্ব হিঙ্গুলী মোহাম্মদিয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসা কর্তৃক এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন করা হয়েছে।
অদ্য ১মে, ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০ঘটিকা থেকে মাদরাসার হল রুমে আরম্ভ হওয়া উক্ত সমাবেশ ও মতবিনিময় সভায় মাদরাসার বর্তমান অ্যাডহক কমিটির আহ্বায়ক আতিক উল্যাহ মাসুদের সভাপতিত্বে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য কামরুল ইসলাম মিঠু, রবিউল হোসেন এবং হাফেজ মাওলানা বেলাল হোসেন।
মাদরাসার সহ সুপার এস এম জাকারিয়া এর সঞ্চালনায় উক্ত সমাবেশে সপ্তম শ্রেণী শিক্ষার্থী মোজাম্মেল হোসেনের কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার সুফি মাওলানা আহমদ উল্লাহ। এসময় উক্ত সমাবেশে শিক্ষক প্যানেল থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নূরানী বিভাগের দায়িত্বশীল মাওলানা আমির হোসাইন, শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন, জান্নাতুল ফেরদাউস ম্যাম, শিক্ষক প্রতিনিধি শাহনেওয়াজ সুমন।
এসময় উক্ত সমাবেশ ও মতবিনিময় সভায় অভিভাবকদের মধ্য থেকে নিজেদের মতামত, অভিযোগ ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন আখতার হোসেন সোহেল, দোস্ত মোহাম্মদ, আব্দুর রহমান, প্রাক্তন শিক্ষক দিদারুল আলম, রাজু, প্রমুখ। তারা তাদের বক্তব্যে মাদরাসার পড়ালেখার গুণগত মান নিয়ে প্রশংসা করেন এবং এধারা আরো উত্তরোত্তর উন্নতি করতে পরামর্শ দেন। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা দান, শিক্ষকদের কর্মস্পৃহা বাড়াতে প্রণোদনা প্রদানের পরামর্শ দেন তারা।
এসময় মেহমানদের মধ্যে মাদরাসার অভিভাবক এবং অ্যাডহক কমিটির সদস্য হাফেজ মাওলানা বেলাল হোসাইনের বক্তব্যের পর সভাপতির সমাপনি বক্তব্যে জনাব আতিক উল্যাহ মাসুদ বলেন ” মাদ্রাসার শিক্ষা কার্যক্রম উন্নয়নকল্পে আয়োজিত আজকের এই সমাবেশে যারা স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের বিভিন্ন মতামত দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং এ বিষয়ে আশ্বস্ত করতে চাই যে, আমরা বর্তমান অ্যাডহক কমিটি শিক্ষকদেরকে সাথে নিয়ে অবশ্যই আপনাদের সহযোগিতায় আপনাদের দেওয়া মতামত গুলি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। আজকের মত এমনিভাবে আপনাদের মনে জাগ্রত হওয়া পাঠদানে সহযোগিতা হয় এমন বিভিন্ন মতামত ভবিষ্যতেও অব্যাহত রাখবেন এই আশা রাখছি “।
প্রায় তিন শতাধিক অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া উক্ত সমাবেশ দুপুর ১২ঘটিকায় সমাপ্ত হয়।