আবার এসেছে শরৎ
সাদা মেঘের আকাশে।
আবার এসেছে শরৎ ঐ
কাশবনের সেই বাতাসে।
শরৎ আসে খুশি নিয়ে
আসে মৃদু হাসিতে।
শরৎ আসে আনন্দতে
শীতের বার্তা পাঠাতে।
শরৎ আসে বর্ষার বিদায়ে
শাপলা ফোটার শেষে।
শরৎ আসে আমেজ নিয়ে
ষড়ঋতুর এই দেশে।
শরৎ আসে বন্ধু নিয়ে
মেঘমালার বেশে।
শরৎ আসে ভূপৃষ্ঠে তাই
প্রজাপতি হাসে।
শরৎ আসে শেষ বিকেলে
কুয়াশার আবরনে।
শরৎ আসে নিশি রাতে
নির্জন ও কাননে।
আকাশ যেন শিমুল তুলা
রোদ দিয়েছে কে।
আমার মনে আনন্দ আজ
শরৎ এসেছে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com