ডেস্ক নিউজ
১৪১৬ হিজরী সালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় এক দরিদ্র মানুষ (মোঃ হাসান আলী) এর ঘরে ২৬ শে রজব সোমবার দিনগত রাতে (২৭ শে রজব/শবে মেরাজ) সুবহে সাদিক (তাহাজ্জুদ নামাজ) এর সময় জন্ম গ্রহণ করেন এই মহান ব্যক্তি। তিনি সরকারি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তাঁর মা-বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। এরপর মাদ্রাসার পড়া-লেখা ধারাবাহিক ভাবে শুরু করে সু নামের সাথে তানযিম বোর্ড এবং বেফাক বোর্ড সহ আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল ক্বওমিয়া বাংলাদেশ এর অধীনে (জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী। যাত্রাবাড়ী বড় মাদ্রাসা থেকে) দাওরায়ে হাদিস তাকমিল পরিক্ষা দিয়ে এম.এ. মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এরপর কেন্দ্রীয় দারুল ইফতা থেকে ফতুয়া গবেষণা বিভাগে (দারুল ইফতা/মুফতী) পিএইচডি করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ড থেকে ক্বারীয়ানা ডাবল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে এক মাদ্রাসায় খেদমতের পাশাপাশি জাতীয় দৈনিক বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সম্পাদক প্রকাশক, এডিটর এবং প্রতিনিধি হিসেবে সফল ভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে জাতীয় চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর নাযিমে ইশাআত প্রচার সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এবং আস সুফিয়া সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবেও তিনি দ্বায়িত্বে রয়েছেন।
এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমি হতে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত একজন ইমাম। বাল্যকাল থেকেই তাঁর কবিতা সাহিত্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে অনেক গবেষণা এবং লেখা লেখি শুরু হয়। তাঁর লিখিত এবং সম্পাদিত বহু কবিতা, ছন্দ, কাব্য, গল্প, উপন্যাসিক ও ইসলামিক বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে উল্লেখ যোগ্য গ্রন্থ গুলো হলো "শত কবিতার সমাহার", "ছুঁয়ে দাও কল্পনায়", "স্মৃতির পাতায় আগস্ট ২০২৪", " কবির চোখে জল", "হৃদয়ের কষ্ট কবির ভাষায়", "ভাগ্যের লিখন", "শিক্ষনীয় তিন গল্প", "ক্ষমা (পারিবারিক উপন্যাস)", "দ্বীনের আলোয় আলোকিত জীবন", "সবুজ মায়াবী হাসি", "নিরব কষ্ট", "বাংলা আমার অহংকার", " আজ আকাশের মন খারাপ", এবং প্রকাশনার পথে রয়েছে "গল্পে গল্পে হারিয়ে যাবো", "এক নযরে নামাজ", "সাবধানে কাবিন নামা স্বাক্ষর করুন", " হিয়ার মাঝে কান্না" ইত্যাদি। তিনি একাধারে একজন লেখক, গবেষক, সম্পাদক, সংগঠক, শিক্ষক, কবি, সাহিত্যিক এবং সাংবাদিক, ক্বারী মাওলানা মুফতি হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ মাহমুদী। আমরা তাঁর এই জন্মদিনে আমাদের ইচ্ছাশক্তি পরিবার সহ সকলের পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com