মুহুরীর বুকে আঁকা সেচের সেই রথ,
ফেনীর ঢেউয়ে বাজে স্বপ্নের এক পথ।
মিরসরাইয়ের বুক চিরে জলরাশির ধারা,
সবুজ ফসলের হাসি, কৃষকের সংসারা।
১৯৮৫ তে বাঁধা পড়ে উন্নতির খেয়া,
ফেনী, মুহুরী, কালিদাস—জলধারার মেলা।
বর্ষার ঢল রুখে দেয় প্রকল্পের হাত,
আমন ধানের গন্ধে ভরে মাঠের প্রান্ত।
মৎস্যজোনের জলরাশিতে খেলে রুপালী মাছ,
তেলাপিয়া, কার্পে ভরে যায় জেলের আশ।
পাখিদের কলকাকলি, বনানীর ছায়া,
মুহুরীর প্রকল্পে মেলে প্রকৃতির মায়া।
বায়ু বিদ্যুৎ ঘোরে তার অমলিন স্পর্শে,
মিরসরাইয়ের আকাশে উঠে আলো রোশনে।
জোরারগঞ্জ পেরিয়ে পথ চলে দূরে,
মুহুরীর প্রকল্পে খুঁজে পাই সবুজ সুরে।
সবুজে মোড়ানো মুহুরী প্রকল্প,
স্বপ্নের জালে বাঁধা এক অপার সোপান।
বাংলার বুকে জেগে উঠে উন্নতির গান,
মিরসরাইয়ের আকাশে মুহুরীর মহান।