ওমর ফারুক
জীবনের নানা সময়ে আমরা অনেক চিন্তা, বিপদ আর দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। কখনো অর্থের টানাপোড়েন, কখনো অসুস্থতা, আবার কখনো মনের কষ্টে ভেঙে পড়ি। এমন সময় আমরা কারো সহায়তা চাই, কারো উপর নির্ভর করি। কিন্তু একজন মুমিন জানে, সব কিছুর চেয়ে বড় ভরসার জায়গা একটিই— আর তিনি হলেন মহান আল্লাহ।
আল্লাহ পবিত্র কোরআনে বলেন:
﴿وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسْبُهُۥ﴾
“আর যে আল্লাহর উপর ভরসা করে, তাঁর জন্য তিনিই যথেষ্ট।”
— (সূরা আত-তালাক: ৩)
এই ছোট্ট আয়াতেই রয়েছে মুমিনের জন্য সবচেয়ে বড় আশ্বাস। যার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা থাকে, সে কোনো অবস্থাতেই একা হয় না। সে জানে, আল্লাহ তাকে দেখছেন, শুনছেন এবং তার সব কষ্ট জানেন। তাই সে ভেঙে পড়ে না, বরং আল্লাহর উপর নির্ভর করে সাহস নিয়ে সামনে এগিয়ে যায়।
আল্লাহর উপর ভরসা করা মানে কেবল বসে থাকা নয়। মুমিন চেষ্টা করে, পরিশ্রম করে, তারপর আল্লাহর হাতে ফলাফল ছেড়ে দেয়। কারণ সে জানে, যেটা সে পায়নি, তাও আল্লাহর হিকমতের ফল। আর যেটা পেয়েছে, সেটাও আল্লাহর দান।
নবী কারিম (সা.) আমাদের শিখিয়েছেন, আল্লাহর উপর ভরসা করলেই মন শান্ত থাকে। বিপদের সময় হিজরতের পথে গুহার মধ্যে নবীজি তাঁর সাথী আবু বকর (রা.)-কে বলেছিলেন:
﴿لَا تَحْزَنْ إِنَّ ٱللَّهَ مَعَنَا﴾
“ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।”
— (সূরা আত-তাওবা: ৪০)
এই একটি বাক্য একজন মুমিনকে শক্ত করে তোলে। সে জেনে যায়— যত বিপদই আসুক, সে একা নয়।
আল্লাহর উপর তাওয়াক্কুল একজন মানুষকে অহংকার থেকে বাঁচায়, কৃতজ্ঞ হতে শেখায় এবং ধৈর্য ধরার শক্তি দেয়। তাই প্রতিটি মুমিনের উচিত, জীবনের প্রতিটি সময়ে, সুখে-দুঃখে একথাই মনে রাখা—
﴿حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ﴾
“আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।”
— (সূরা আলে ইমরান: ১৭৩)
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com