বুক পেতেছে গুলির মুখে
ছাত্র জনতা বীর,
বৈষম্য সব দূর হয়ে যাক
ডাকে মুগ্ধ মীর।
ছাত্র জনতার উত্তাল মিছিল
ফুঁসে ওঠা রাজপথ
দীপ্ত শপথ জীবন দানের
কে থামাবে জয়রথ!
উত্তাল মিছিল ছাত্র জনতা
ওরা মুক্তির দল,
মুগ্ধ ডাকে,লাগবে পানি
একটু স্বস্তির জল!
স্বৈররাণীর চাই ক্ষমতা
রক্ত পিপাসার টান,
ছুড়লো গুলি নেকড়ে পুলিশ
মুগ্ধ দিলো প্রাণ।
রক্ত খুনের নেকড়ে নেশায়
শহীদ মুগ্ধ বীর
কার্ফু ভেঙে রাজ পথে আজ
উচু সেনাদের শির।
পতন হলো স্বৈরারানীর
পাঁচই অগাস্ট দিন,
লাগবে পানি লাগবে পানি
মুগ্ধ মুক্তির বীণ।