ক্ষণিকের কষ্টগুলো জমাট বাঁধে
একটু একটু করে ;
লাল নীল ধূসর মেঘগুলো
পাথর চাপায় হয় কটকটে শক্ত
মনের বৃন্দাবন বৃষ্টি হয়ে ঝরে
শান্ত করে দিক উষ্ণ দেহখানি।
স্বার্থপর এ পৃথিবীর মানুষ বেঈমান
যখন তখন ছুঁড়ে ফেলে
বিষাক্ত নর্দমায়
স্বার্থের কাছে হার মানায়
ক্ষুধার্ত মানুষের আর্তনাদ।
কষ্ট নামের ফেরিওয়ালারা
ভালো থাকার মিছে অভিনয়
করে যায়
অসভ্য পৃথিবীর মানুষের কাছে
কখনো কাঠের পুতুল কখনও বা
মুখোশের অন্তরালে।