তুলি আজ অগ্নি–বাণী,
শিশুর মুখে হাসি আনি।
বাল্যবিবাহ বিষের ছায়া,
ভেঙে ফেল এ মিথ্যা দায়া।
শৈশব যদি শৃঙ্খল পায়,
দেশের আশা মুছে যায়।
যুবক তুই বিদ্রোহ কর,
আলোয় ভরা ভবিষ্যৎ গড়।
এসো সবাই শপথ নাও,
শিশুর মুখে মুক্তি দাও।
বাল্যবিবাহ নিভে যাক,
আলো–ভরা দেশ হয়ে যাক।