এস এম জাকারিয়া, মীরসরাই ( চট্টগ্রাম ) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৫ নং ওচমানপুর ইউনিয়নের আয়োজনে এক বিশাল ওলামা সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তা'লিমুল কুরআন বিভাগের সেক্রেটারি এবং চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমির অধ্যক্ষ মাওলানা কৈফায়েত উল্লাহ।
উক্ত সম্মেলনে মাওলানা ইলিয়াস হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোক্তার আহমদ, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারি, থানা ওলামা বিভাগের সহকারী হাফেজ ইসমাইল হোসেন, আজমপুর বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নুরুল আনোয়ার ফয়েজী, মাওলানা ইয়াহিয়া ওসমানী প্রমুখ।
বক্তারা তাদের আলোচনায় সমাজে আলেম সমাজের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, আলেম সমাজ জাতির নৈতিক ও আধ্যাত্মিক দিকনির্দেশক। তারা ইসলামী মূল্যবোধ রক্ষা, সমাজের শান্তি প্রতিষ্ঠা এবং ন্যায়ের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
উক্ত সম্মেলনে বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উপস্থিতি সম্মেলনটিকে প্রাণবন্ত করে তোলে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com