1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

মীরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক বিশিষ্টজনদের সন্মানে ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধি; এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) 

 

শুধুমাত্র পানাহার বর্জনের নামই সিয়াম পালন নয়, বরং সকল প্রকার পাপ কাজ বর্জন করে চোখ, হাত, কান, পা সবকিছু দিয়েই পাপাচারের পথ বর্জন করে চলার নাম হল প্রকৃত সিয়াম পালন। কেননা শুধুমাত্র পানাহার বর্জন করলেই আল্লাহর দরবারে সিয়াম হিসাবে কবুল হয় না, এভাবেই মানুষকে প্রকৃত সিয়াম পালনের পদ্ধতির প্রতি নসিহত করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মীরসরাইয়ে বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আলোচকবৃন্দ। এসময় বক্তারা আরো বলেন, রামাদ্বানের একমাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত তাক্বওয়ার প্রশিক্ষণের উপর বাকি এগারো মাস নিজে চলা, পরিবার চালানো এভাবে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত চেষ্টা করাই হলো রামাদানের মূল শিক্ষা।

 

৮মার্চ, ২০২৫ রোজ শনিবার মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে বাদে আছর হতে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী  মীরসরাই উপজেলা শাখার আমীর মাওলানা নূরুল কবীর এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা আমীর এবং সন্দীপ থেকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংসদ সদস্য মনোনীত প্রার্থী জনাব আলাউদ্দিন শিকদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রায় দেড়শত বছরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা মাওলানা রেজাউল হক নিজামী।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা সেক্রেটারি মাওলানা আনওয়ারুল্লাহ মামুনের সঞ্চালনায় এ সময় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য মীরসরাই -১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক সংসদ সদস্য মনোনীত প্রার্থী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট সাইফুর রহমান রাখেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আবুতরব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল হক নিজামী, বাংলাদেশ জামায়াত ইসলামী মীরসরাই উপজেলার প্রাক্তন আমীর নুরুল করিম প্রমুখ।

 

এসময় উক্ত মাহফিলে আগত আমন্ত্রিতদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা আইন ও শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন আজাদ, মীরসরাই পৌরসভা আমীর শিহাব উদ্দিন সহ মীরসরাই উপজেলা শাখার ৯-১৬ ইউনিয়ন ও পৌরসভার রুকনবৃন্দ, ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল ও সুপারবৃন্দ, বিভিন্ন বিষয়ের অধ্যাপকগণ, ডাক্তার, মাসজিদের ইমাম ও খতিবগণ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী রুকন মাওলানা আমজাদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হওয়া উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাজারো আলেম ওস্তাদ প্রবীণ আলেম মাওলানা নুরুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park