1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

মীরসরাইয়ে ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক “হিফজ সমাপ্তি দস্তারবন্দী, মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৪৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের মীরসরাই পৌরসদরে অবস্থিত ঐতিহ্যবাহী ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক “হিফজ সমাপ্তি দস্তারবন্দী , মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০২৫” অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে।

 

২০ মার্চ ( ১৯ রমাদান ), ২০২৫ বৃহস্পতিবার মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ সাফওয়ান বিন হারুন আল আযহারীর সার্বিক তত্ত্বাবধানে এবং আল-আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা পরিবারের কনিষ্ঠ সন্তান জনাব সৈয়দ শাহনেওয়াজ হোসাইন আযহারীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সম্মানিত প্রফেসর জনাব ডক্টর মঈন উদ্দিন আযহারী।

 

মাদরাসার শিক্ষক মিনহাজুল ইসলামের সঞালনায় এবং হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী তামীম আল ফুয়াদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে আরম্ভ হওয়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন যথাক্রমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত লেকচারার জনাব মোর্শেদুল হক খতিবী আযহারী , চট্টগ্রামস্থ ইসলামিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলিমুল হক আযহারী,  বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভার সম্মানিত আমীর জনাব মাওলানা শিহাব উদ্দিন, অত্র মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মিনহাজুল ইসলাম ও ফারুকীয়া হিফজ বিভাগের সম্মানিত প্রধান হাফেজ গিয়াস উদ্দিন প্রমুখ।

বিকেল ৩:০০ঘটিকা হতে আরম্ভ হওয়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আল হেদায়া ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব সাঈদ আহমদ আযহারী, মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল এর সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ নাজিম উদ্দিন, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব জিয়াউল হক বিএসসি, চিশতিয়া বজল আহমদ দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী জনাব মাওলানা এস এম জাকারিয়া সহ আরো গণ্যমান্য শিক্ষাবিদ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

এসময় উক্ত অনুষ্ঠানে ফারুকীয়া হিফজ বিভাগ থেকে হিফজ সমাপ্তকারী সাতজন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়। পাগড়ির মাধ্যমে সন্মানিত শিক্ষার্থীরা হলো  যথাক্রমে মুহাম্মদ জোবাইর হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাহিম, মোঃ আবু ইনতিশার নিশান, জুনায়েদ আল হাবিব , আসিফ উদ্দিন আবির , তানভীর আহমেদ তানিম, চৌধুরী সিয়াম বিন জাহিন।

 

ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ শাহনেওয়াজ হোসাইন আযহারী সভাপতির বক্তব্যে উপস্থিত মেহমানবৃন্দ ও আগত সকল রোজাদার মুসলমানদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি ফিলিস্তিন এবং ভারতের নির্যাতিত মুসলমানদের জালিমের জুলুম থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।

 

সর্বশেষে ইফতার পূর্ব মূহুর্তে প্রায় ৭০০ রোজাদার মুসল্লিদেরকে নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য এবং দেশ ও দশের উন্নয়নের জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সাফওয়ান বিন হারুন আযহারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park