1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

মীরসরাইয়ে নামমাত্র খরচে পুলিশে নিয়োগ পেলেন ১৫ জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি;  

 

সারা দেশের মতো চট্টগ্রামের মীরসরাইয়েও নামমাত্র ফী খরচে  আবেদন করে পুলিশের কনস্টেবল পদে কিছু সংখ্যক চাকুরী প্রত্যাশী। ১২০ টাকা দিয়ে আবেদন করা উক্ত চাকুরী প্রত্যাশীদের থেকে নিয়োগ পেলো ১৫ জন। ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ( সোমবার ) মীরসরাই থানা পুলিশ কর্তৃক এই ১৫ জনের নাম প্রকাশ করা হয় এবং থানায় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

উক্ত নিয়োগ কার্যক্রমে নিয়োগপ্রাপ্তরা হলেন – মো. সরওয়ার হোসেন, শরিফ উদ্দিন, সাইফুল ইসলাম, রেজাউল করিম, ফয়সাল আলম অয়ন, জয় বড়ুয়া অসীম, মো. দুর্জয় চন্দ্র দাশ, মাহমুদ হাসান মাহিন, সিজয় বড়ুয়া, সাকিবুল হাসান, শওকত আলী, আব্দুল্লাহ আল মাহমুদ, ইরফান উদ্দির আবির ও নাজমা আক্তার। তারা মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

 

১৫ নং ইউনিয়নের বাসিন্দা নিয়োগপ্রাপ্ত সাকিবুল হাসান অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশের পর একটা দোকানে গিয়ে আবেদন করি। এরপর আমাদের যাছাই-বাছাইয়ের দিনক্ষণ জানানো হয়। মৌখিক, লিখিত, শারীরিক, মানসিক ও মেডিক্যালসহ সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আসলে চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। মাত্র ১২০ টাকার বিনিময়ে সরকারী চাকুরী নামক সোনার হরিণ পাওয়ার চেষ্টা করে অবশেষে সফল হয়েছি। কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই সরকারি চাকরি হওয়ায় আমরা এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

 

এ সময় সেখানে উপস্থিত অন্যান্য নিয়োগপ্রাপ্তরা জানান, তারা দেশ ও জাতির জন্য কাজ করতে চান। সম্পূর্ণ স্বচ্ছতার উপর ভিত্তি করে এবং যে কোন প্রকার দুর্নীতি মুক্ত থেকে সরকার তাদের ওপর যে দায়িত্বভার দিয়েছে তার যথাযথ মূল্যায়ন করে দেশ ও মানুষের সেবায় সারা জীবন কাজ করতে চান। চাকরী পেয়ে তারা অনেক খুশী।

 

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন – সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও অনিয়ম-দুর্নীতি মুক্তভাবে এই ১৫ জন কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। চাকরি পেতে তাদের কারও কাছে ধরনা দিতে এমনকি কোনো টাকা-পয়সা লেনদেন করতে হয়নি। শুধু অনলাইনে আবেদন খরচ ১২০ টাকা, সেটাই লেগেছে। এ সময় তিনি তার বক্তব্যে সদ্য নিয়োগপ্রাপ্তদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরামর্শও দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park