মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাই উপজেলাস্থ মিঠানালা ইউনিয়নে আদালত ও সামাজিক সালিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জবরদখল করে ঘর নির্মাণ করছে এক ফ্যাসিষ্ট সহযোগী দুর্বৃত্ত।
উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন, ০৫ নং ওয়ার্ডে, শাহ মুহাম্মদ রেজা ফকির(রহ.) বাড়ি, প্রকাশ মান রেজা ফকির বাড়িতে এমন নেক্কারজনক ঘটনা ঘটেছে। ওই বাড়ির বাসিন্দা আইবিবিএল ব্যাংক কর্মকর্তা জনাব আলাউদ্দিনের পৈত্রিক বসতভিটা জবরদখল করে ঘর নির্মাণ করছে তারই প্রতিবেশী একরামুল হক প্রকাশ খানসাব মেস্ত্রী।
জনাব আলাউদ্দিন বিবাদীর সাথে সুষ্ঠ ও সুন্দর ভাবে সমাধানের উদ্দেশ্যে সামাজিক ভাবে বিষয়টি নিয়ে বাদী হন। সামাজিক ব্যক্তি বর্গ বিষয়টি সমাধানের লক্ষ্যে উভয় পক্ষকে নিয়ে দুই জন সার্ভেয়ারের উপস্থিতিতে আলোচনায় বসে। উভয় পক্ষের জায়গার দলিল পত্র উপস্থাপন পূর্বক সার্ভেয়ার মাপ-জোপ করে সীমানা নির্দিষ্ট করে দেন। এতে দেখা যায় বিবাদী একরামুল হক প্রকাশ খানসাব মেস্ত্রী প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা আলাউদ্দিন এর প্রায় ০৩ শতক ০২ পয়েন্ট জায়গা জোরপূর্বক দখল করে ভোগ করছে। উক্ত জোরপূর্বক দখলকৃত জায়গা সালিশান ছেড়ে দিতে বললে সে ছাড়বে না বলে মতামত ব্যক্ত করেন উল্টো আরো সালিশানের সামনে বাদী পক্ষের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দেয়, এমনকি সকলের সামনেই তাদের আক্রমণের জন্য দেশীয় অস্ত্র নিয়ে তার ছেলেসহ তেড়ে আসে। যার কারণে তখন বিষয়টি অমীমাংসিত রয়ে যায়। শুধু তাই নয়, বরং পরবর্তী সামাজিক সালিশানকে অবমাননা করে সে বাদীর জায়গার উপর জোরপূর্বক ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখেন।
এমতাবস্থায় বাদীপক্ষ আর কোনো পথ না পেয়ে বিষয়টি সমাধানের জন্য আদালতের স্মরনাপন্ন হয়। আদালত বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে উক্ত অমীমাংসিত জায়গার উপর কোন প্রকার স্থাপনা বা কাজে নিষেধাজ্ঞা জারি করে থানায় অবগত করে নোটিশ জারি করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আদালতের উক্ত নোটিশকে বৃদ্ধাংঙ্গুলি দেখিয়ে বিবাদী একরামুল হক প্রকাশ খানসাব মিস্ত্রি রীতিমতো জবরদখল মত করে কাজ চলমান রাখেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, একরামুল হক প্রকাশ খানসাব মিস্ত্রি ও তার ছেলে জাহেদ হোসেন(সুমন) (২৫), উভয়ই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অনেক অভিযোগ পাওয়া যায়। আরেক ছেলে তারেক হোসেন যুবদলের রাজনীতির সাথে জড়িত হওয়ায় আইনের কোন তোয়াক্কা না করে রীতিমতো আদালত অবমাননা করে চলছেন।
উল্লেখ্য, বিবাদীপক্ষ বিষয়টা সমাধানের জন্য সামাজিকভাবে না বসে,উল্টো ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় সমাধানের উদ্দেশ্যে যাওয়া ব্যক্তিবর্গের ছবি দিয়ে মিথ্যা ও বানোয়াট কল্প-কাহিনী সাজিয়ে পোস্ট করে যাচ্ছে, যা এক প্রকার আইনানুগ অপরাধ মুলক কাজ তথা সাইবার ক্রাইমেরই অংশ।
আদালত কর্তৃক নিষেধাজ্ঞা প্রদান করার পরও বিবাদী কাজ চালিয়ে যাওয়ায়, পুলিশ প্রশাসন আদালতের আদেশের উপর কাজ না করার সন্দেহ সৃষ্টি হচ্ছে। এ ক্ষেত্রে মীরসরাই থানার পুলিশের নিরব ভূমিকা ভিন্ন কিছুর ইংগিত বহন করছে। আমরা এবিষয়ে প্রশাসনের সঠিক ভুমিকা একান্ত ভাবে কামনা করছি বলে আশা প্রকাশ করেন বাদী ব্যাংক কর্মকর্তা আলাউদ্দিন। তিনি আরো বলেন আমরা তিন ভাই নিরীহ ও শান্তিপ্রীয় মানুষ,আমরা কোনো প্রকার হিংসা হানাহানি চাই না।আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই এ ঘটনার সুস্থ সমাধান চাই প্রশাসন ও আদালতের নিকট।