1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

মায়েরা কেন এমন হয় 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আবু বকর সিদ্দিক 

 

আল্লাহ তায়ালা পৃথিবীর সব কিছু ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করলেও মা জাতিকে এক ভিন্ন  ধরনের চিন্তা চেতনা দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল মা সন্তানের জন্য একই রকম ভালোবাসা দেখান। পশু পাখি থেকে শুরু করে পৃথিবীতে মা বলতে যা কিছু আছে সব মা সন্তানের জন্য অতুলনীয়। তার গুণ বলে শেষ করা যায় না।

 

ঘড়িতে রাত ১২টা বেজে ২১ মিনিট ।জরুরত সারতে রুম থেকে বের হই। সন্ধ্যায় এক বিড়াল ছানাকে কে যেন মেরে ফেলেছে। যেয়ে দেখি সেই বিড়ালের মা এখনও পাশে বসে ডাকছে। এমন কি ফজরের নামাজের সময় দেখি সেখানেই বসে আছে। সেই রাস্তা দিয়ে কেউ গেলে তার মুখের দিকে তাকিয়ে বলছে মেও মেও।আমরা হয়তো বা তার মুখের ভাষা বুঝতে পারছি না সে কি বলছে। কিন্তু মানুষের দিকে নিসবত করলে তো অবশ্যই এমন কিছু বাক্য শুনতাম। আমার বুকছেরা ধনকে তোমরা বাচাও।আমার মানিক, কলিজার টুকরাকে তোমরা আমার বুকে ফিরে এনে দাও।তোমরা একটু দয়া করো। হে আল্লাহ আমার কলিজার টুকরাকে বাচিয়ে রাখো তার বদলে আমাকে নিয়ে  নাও আমার বুক খালি করো না ইত্যাদি।

 

আসলে আমরা যদি একটু খিয়াল করি বোবা প্রাণীদের প্রতি। আমাদের আশেপাশে কত প্রাণী আছে। তাদের প্রতি যদি একটু খিয়াল করি। একটু যদি বুঝি সজন হারানোর ব্যদনা। আমাদের যেমন কিছু হয়ে গেলে আমাদের পিতা মাতা পাগল হয়ে যায় তেমনি প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে ও মা বাবা পাগল হয়ে যায়। আমরা আমাদের ভাষা বুঝি বলে আমাদের কিছু হলে কষ্ট বেশি লাগে। তাদের ভাষা বুঝলে এমনি লাগতো আমাদের। তাই বলি আমরা কোন দিন কোন প্রাণীকে যেন ভুলে ও কষ্ট বা মেরে ফেলার চিন্তা  না করি।আল্লাহ আমাদের হেফাজত করুন আমীন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park