আবু বকর সিদ্দিক
আল্লাহ তায়ালা পৃথিবীর সব কিছু ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করলেও মা জাতিকে এক ভিন্ন ধরনের চিন্তা চেতনা দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল মা সন্তানের জন্য একই রকম ভালোবাসা দেখান। পশু পাখি থেকে শুরু করে পৃথিবীতে মা বলতে যা কিছু আছে সব মা সন্তানের জন্য অতুলনীয়। তার গুণ বলে শেষ করা যায় না।
ঘড়িতে রাত ১২টা বেজে ২১ মিনিট ।জরুরত সারতে রুম থেকে বের হই। সন্ধ্যায় এক বিড়াল ছানাকে কে যেন মেরে ফেলেছে। যেয়ে দেখি সেই বিড়ালের মা এখনও পাশে বসে ডাকছে। এমন কি ফজরের নামাজের সময় দেখি সেখানেই বসে আছে। সেই রাস্তা দিয়ে কেউ গেলে তার মুখের দিকে তাকিয়ে বলছে মেও মেও।আমরা হয়তো বা তার মুখের ভাষা বুঝতে পারছি না সে কি বলছে। কিন্তু মানুষের দিকে নিসবত করলে তো অবশ্যই এমন কিছু বাক্য শুনতাম। আমার বুকছেরা ধনকে তোমরা বাচাও।আমার মানিক, কলিজার টুকরাকে তোমরা আমার বুকে ফিরে এনে দাও।তোমরা একটু দয়া করো। হে আল্লাহ আমার কলিজার টুকরাকে বাচিয়ে রাখো তার বদলে আমাকে নিয়ে নাও আমার বুক খালি করো না ইত্যাদি।
আসলে আমরা যদি একটু খিয়াল করি বোবা প্রাণীদের প্রতি। আমাদের আশেপাশে কত প্রাণী আছে। তাদের প্রতি যদি একটু খিয়াল করি। একটু যদি বুঝি সজন হারানোর ব্যদনা। আমাদের যেমন কিছু হয়ে গেলে আমাদের পিতা মাতা পাগল হয়ে যায় তেমনি প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে ও মা বাবা পাগল হয়ে যায়। আমরা আমাদের ভাষা বুঝি বলে আমাদের কিছু হলে কষ্ট বেশি লাগে। তাদের ভাষা বুঝলে এমনি লাগতো আমাদের। তাই বলি আমরা কোন দিন কোন প্রাণীকে যেন ভুলে ও কষ্ট বা মেরে ফেলার চিন্তা না করি।আল্লাহ আমাদের হেফাজত করুন আমীন।